বিষয়বস্তুতে চলুন

বস্তুব্যাপী বল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পদার্থবিজ্ঞানে বস্তুব্যাপী বল বলতে কোনও বস্তুর সমগ্র আয়তনব্যাপী ক্রিয়াশীল কোনও বলকে বোঝায়। [] মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ, তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্রের কারণে উদ্ভূত বলগুলি হল বস্তুব্যাপী বলের কিছু উদাহরণ। বস্তুব্যাপী বলের বিপরীত ধারণাটি হল সংস্পর্শ বল বা পৃষ্ঠ বল, যা বস্তুর পৃষ্ঠতলে প্রযুক্ত হয়।

বস্তুসমূহের মধ্যবর্তী অভিলম্ব বলকৃন্তন বলগুলি এক ধরনের পৃষ্ঠ বল, কারণ এগুলি বস্তুর পৃষ্ঠের উপরে প্রযুক্ত হয়। সমস্ত সংসক্তিমূলক পৃষ্ঠদেশীয় আকর্ষণ বল ও বস্তুসমূহের মধ্যবর্তী সংস্পর্শ বলগুলিকেও পৃষ্ঠ বল হিসেবে গণ্য করা হয়।

কাল্পনিক বল যেমন কেন্দ্রাতিগ বল, অয়লার বল ও কোরিওলিস ক্রিয়া বস্তব্যাপী বলের আরও কিছু উদাহরণ।

আরও দেখুন

[সম্পাদনা]


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Springer site - Book 'Solid mechanics'. preview paragraph 'Body forces'.