উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/অভ্যর্থনা কমিটি বট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অভ্যর্থনা কমিটি বট[সম্পাদনা]

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: অভ্যর্থনা কমিটি বট
  • পরিচালক: Wikitanvir
  • কাজ: নতুন ব্যবহারকারীকে স্বাগতম জানানো
  • প্রোগ্রামিং ভাষা: Pywikipedia
  • সম্পাদনার মোড: Automatic
  • সম্পাদনার হার: মিনিটে সর্বোচ্চ ৬টি
  • বিস্তারিত:


এই কাজটি বর্তমানে আমার পরিচালিত অন্য একটি বট দ্বারা করে আসা হচ্ছিলো, কিন্ত ব্যক্তিগত বটের পরিবর্তে অভ্যর্থনা কমিটির নামে একটি বট হলে তা দেখতে ভালো দেখায় তাই এই ব্যবহারকারী নামের মাধ্যমে আগের প্রোগ্রামটি আগের মতো করেই পরিচালনা করা হবে। দ্রুত বট ফ্ল্যাগ দিয়ে দ্রুত কাজ শুরু করতে সাহায্য করার আবেদন। — তানভিরআলাপ১৬:৪৩, ২৯ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন সেট-আপের পরও যে এটি কাজ করছে তা পরীক্ষা করা হয়েছে। — তানভিরআলাপ১৭:১৭, ২৯ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বট ফ্লাগ দিয়ে দিচ্ছি। যেহেতু আপনি এ কাজটি আপনার ব্যক্তিগত বটে করতে চাচ্ছেন না। আর আমার বিশ্বাস নতুন অ্যাকাউনটি আপনি ব্যক্তিগত বট হিসেবে ব্যবহার করবেন না। তাই অনুরোধ করবো এই বিষয়ে বিস্তারিত ডকুমেন্টেশন একটি পাবলিক পাতায় প্রকাশ করুন। আপাতত আপনি বট চালাচ্ছেন, পাসওয়ার্ড আপনার কাছেই থাকুন, তবে যেন আপনার অবর্তমানে আগ্রহী অন্য কেউ এ অ্যাকাউন্টে বট চালিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। তবে তাকে অবশ্যই উইকিপিডিয়ান হিসেবে নির্ভরযোগ্য হতে হবে এবং তার বট সম্পর্কিত বিষয়ে ভালো ধারনা থাকতে হবে। প্রয়োজনে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানার এবং ব্যবহারের অধিকার পেতে প্রার্থীকে জনসমর্থন অর্জন করতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:০৬, ২৯ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
 Granted--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:০৬, ২৯ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]