.আরইউ
অবয়ব
প্রস্তাবিত হয়েছে | ৭ এপ্রিল ১৯৯৪ |
---|---|
টিএলডি ধরন | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
উদ্দেশ্যে ব্যবহার | রাশিয়া এর সাথে যুক্ত সত্বা |
নিবন্ধকৃত ডোমেইনসমূহ | ৫,৩৮১,১৩৭ (জানুয়ারি ২০১৮)[১] |
কাঠামো | দ্বিতীয় স্তরে সরাসরি নিবন্ধন অনুমোদিত; সরকারী রেজিস্ট্রির নিয়মের অধিনে তৃতীয়-স্তরের নিবন্ধনও সম্ভব |
নথিপত্র | Documents |
বিতর্ক নীতিমালা | None |
ওয়েবসাইট | cctld.ru |
ডিএনএসসেক | yes |
.আরইউ (.ru) হল লাতিন বর্ণমালার ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি) যা রাশিয়ার জন্য ৭ এপ্রিল ১৯৯৪ সালে প্রবর্তিত হয়। এটির নিয়ন্ত্রণ বর্তমানে রাশিয়ার অফিসিয়াল রেজিস্ট্রি, টিএলডি আরইউ-এর সমন্বয় কেন্দ্রের কাছে রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Domeny Rossii – Celi ispol'zovanija domenov" Домены России - Цели использования доменов (রুশ ভাষায়)। cctld.ru, tcinet.ru। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭।