বিষয়বস্তুতে চলুন

গ্ল্যাডিস জর্জ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্ল্যাডিস জর্জ
ইংরেজি: Gladys George
১৯৩৭ সালে গ্ল্যাডিস
জন্ম
গ্ল্যাডিস ক্লের এভান্স

(১৯০৪-০৯-১৩)১৩ সেপ্টেম্বর ১৯০৪
মৃত্যু৮ ডিসেম্বর ১৯৫৪(1954-12-08) (বয়স ৫০)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিভালহালা মেমোরিয়াল পার্ক সেমেটারি
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯১৮-১৯৫৪
দাম্পত্য সঙ্গী
  • বেন আরওয়ে (বি. ১৯২২; বিচ্ছেদ. ১৯৩০)
  • এডওয়ার্ড ফাউলার (বি. ১৯৩৩; বিচ্ছেদ. ১৯৩৫)
  • লিওনার্ড পেন (বি. ১৯৩৫; বিচ্ছেদ. ১৯৪৪)
  • কেনেথ ব্র্যাডলি (বি. ১৯৪৬; বিচ্ছেদ. ১৯৫১)

গ্ল্যাডিস জর্জ (ইংরেজি: Gladys George; জন্ম: গ্ল্যাডিস ক্লের এভান্স; ১৩ সেপ্টেম্বর ১৯০৪-৮ ডিসেম্বর ১৯৫৪) একজন মার্কিন অভিনেত্রী ছিলেন। তিনি ভ্যালিয়্যান্ট ইজ দ্য ওয়ার্ড ফর ক্যারি (১৯৩৬) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করলেও তাকে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রেই অভিনয় করতে দেখা যেত। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল মারি অঁতোয়ানেত (১৯৩৮), দ্য রোয়রিং টুয়েন্টিজ (১৯৩৯), দ্য মাল্টিজ ফ্যালকন (১৯৪১), দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস (১৯৪৬) ও ফ্ল্যামিংগো রোড (১৯৪৯)।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জর্জ ১৯০৪ সালের ১৩ই সেপ্টেম্বর মেইন অঙ্গরাজ্যের প্যাটেন শহরে জন্মগ্রহণ করেন।[] তার পিতা স্যার আর্থার এভান্স ক্লের একজন প্রখ্যাত শেকসপিয়ারীয় অভিনেতা এবং মাতা লেডি অ্যালিস।[][] অন্য একটি সূত্রে উল্লেখ করা হয়, গ্ল্যাডিস মিজুরি অঙ্গরাজ্যের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন, যেখানে তার পিতামাতার নাটকের দল আটকে পড়েছিল।[]

কর্মজীবন

[সম্পাদনা]

জর্জ তার পিতামাতার সাথে ৩ বছর বয়সে মঞ্চে গমন করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যান। ১৯২০-এর দশকে তিনি মঞ্চনাটকে মুখ্য চরিত্রে অভিনয় শুরু করেন এবং এই দশকে কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন। তিনি ৯ম একাডেমি পুরস্কারে ভ্যালিয়্যান্ট ইজ দ্য ওয়ার্ড ফর ক্যারি (১৯৩৬) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।[]

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল মাদাম এক্স (১৯৩৭), মারি অঁতোয়ানেত (১৯৩৮), দ্য রোয়রিং টুয়েন্টিজ (১৯৩৯), দ্য ওয়ে অব অল ফ্লেশ (১৯৪০), দ্য মাল্টিজ ফ্যালকন (১৯৪১), দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভস (১৯৪৬), ফ্ল্যামিংগো রোড (১৯৪৯), হি র‍্যান অল দ্য ওয়ে (১৯৫১), ডিটেকটিভ স্টোরি (১৯৫১) ও লালাবাই অব ব্রডওয়ে (১৯৫১)।

ব্রডওয়ে মঞ্চে তিনি দ্য ডিসট্যান্ট সিটি, লেডি ইন ওয়েটিং এবং দ্য বিট্রোথাল নাটকে অভিনয় করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Family Tree Legends"। আগস্ট ৮, ২০১৪ তারিখে মূলঅর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজন থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৪  lists Gladys Clare Evans born September 13, 1904, Maine - died December 8, 1954, Los Angeles, California.
  2. "SIR ARTHUR EVANS CLARE; Actor, Father of Gladys George, Is Dead in Hollywood"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনদ্য নিউ ইয়র্ক টাইমস। ২৬ অক্টোবর ১৯৩৯। পৃষ্ঠা O29। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ 
  3. "Gladys George Made Her Hit, Had to Run"দ্য ব্রুকলিন ডেইলি ইগল। ১২ মে ১৯৪০। পৃষ্ঠা E7। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ – নিউজপেপার্স.কম-এর মাধ্যমে।  উন্মুক্ত প্রবেশাধিকারযুক্ত প্রকাশনা - বিনামূল্যে পড়া যাবে
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; cdm নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. "The 9th Academy Awards (1937)"অস্কার্সএকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ 
  6. "Gladys George"প্লেবিল। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]