আফ্রিকান নারীবাদ
আফ্রিকান নারীবাদ হল আফ্রিকান নারীদের দ্বারা উদ্ভাবিত এক ধরনের নারীবাদ যা বিশেষভাবে মহাদেশীয় আফ্রিকান নারীদের (আফ্রিকান মহাদেশে বসবাসকারী আফ্রিকান নারীদের) অবস্থা ও চাহিদার কথা বলে। আফ্রিকান নারীবাদে মাদারিজম, ফেমালিজম, স্নেইল-সেন্স ফেমিনিজম, উইমেনিজম/ওমেন প্যালেভারিং, নেগো-ফেমিনিজম ও আফ্রিকান উইম্যানিজম সহ এর নিজস্ব অনেক ভাষার প্রবাহ রয়েছে।[১] যেহেতু আফ্রিকা একটি মনোলিথ নয়, তাই এই নারীবাদগুলি আফ্রিকান নারীদের অভিজ্ঞতার প্রতিফলন করে না। কিছু নারীবাদ আফ্রিকান নারীদের নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আরও নির্দিষ্ট। আফ্রিকান নারীবাদ কখনও কখনও কৃষ্ণাঙ্গ নারীবাদ বা আফ্রিকান নারীবাদের সাথে সংলাপে বা দ্বন্দ্বে যুক্ত হয় (যা মহাদেশে বা সম্প্রতি আফ্রিকান মহিলাদের পরিবর্তে প্রবাসী আফ্রিকান মহিলাদের দ্বারা এবং তাদের জন্য হিসাবে বিবেচিত হয়) পাশাপাশি অন্যান্য নারীবাদ ও নারীবাদী আন্দোলন, যেমন জাতীয় ভিত্তিক আন্দোলন, যেমন সুইডেনে নারীবাদ, ভারতে নারীবাদ, মেক্সিকোতে নারীবাদ, জাপানে নারীবাদ, জার্মানিতে নারীবাদ, দক্ষিণ আফ্রিকায় নারীবাদ ইত্যাদি।
আফ্রিকান নারীবাদের প্রয়োজনীয়তা
[সম্পাদনা]কেউ কেউ যুক্তি দেন যে আফ্রিকান নারীরাই প্রথম নারীবাদী,[২] যারা ইতিমধ্যেই ১৯৮৫ সালের বিশ্ব নারী সম্মেলনে গভীরভাবে সম্পৃক্ত ছিল[৩] এবং দীর্ঘদিন ধরে একে অপরের অবদানকে স্বীকৃতি দিয়ে আসছে।[৪] অন্যান্য্রা মনে করেন শ্বেতাঙ্গ পশ্চিমা নারীবাদের কৃষ্ণাঙ্গ নারী ও মহাদেশীয় আফ্রিকান নারীর অভিজ্ঞতাকে বাদ দেওয়ার কারণে আফ্রিকান নারীবাদ আংশিকভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে। শ্বেতাঙ্গ পশ্চিমা নারীবাদ কৃষ্ণাঙ্গ নারীদের তাদের কৃষ্ণাঙ্গতা ও নারীত্ব উভয়ের সংযোগস্থলে যে বিশেষ সমস্যাগুলির মুখোমুখি হয় তা বিবেচনা করে না। বর্তমানে শ্বেতাঙ্গ নারীবাদ প্রায়শই আফ্রিকান নারীদের "বর্ণ নারী" হিসাবে শ্রেণিবদ্ধ করে, যা আফ্রিকান নারীর ঐতিহাসিক গতিপথ এবং নির্দিষ্ট অভিজ্ঞতাকে গোষ্ঠীবদ্ধ করে এবং এর মাধ্যমে দমন করে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Nkealah, Naomi (২০১৬)। "(West) African Feminisms and Their Challenges": 61–74। ডিওআই:10.1080/02564718.2016.1198156।
- ↑ Baderoon, Gabeba; Decker, Alicia C. (২০১৮-১১-০১)। "African FeminismsCartographies for the Twenty-First Century" (ইংরেজি ভাষায়): 219–231। আইএসএসএন 1536-6936। ডিওআই:10.1215/15366936-7176384।
- ↑ Swaim-Fox, Callan (২০১৮-১১-০১)। "Decade for Women Information Resources #5Images of Nairobi, Reflections and Follow-Up, International Women's Tribune Center" (ইংরেজি ভাষায়): 296–308। আইএসএসএন 1536-6936। ডিওআই:10.1215/15366936-7176450।
- ↑ Busia, Abena P. A. (২০১৮-১১-০১)। "Creating the Archive of African Women's WritingReflecting on Feminism, Epistemology, and the Women Writing Africa Project" (ইংরেজি ভাষায়): 233–245। আইএসএসএন 1536-6936। ডিওআই:10.1215/15366936-7176406।