বিষয়বস্তুতে চলুন

স্থানীয় পরিষদ (জর্ডান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানীয় পরিষদ ( আরবি: المجلس المحلي আল-মজলিস আল-মাহালি ) হলো জর্ডানের একটি এলাকার নির্বাচিত সমাবেশ। প্রথম স্থানীয় কাউন্সিলগুলি ১৯২৫ সালে জর্ডানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজ অবধি ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসছে।[]

মিউনিসিপ্যালিটি আইনের সর্বশেষ সংশোধনী রাজ্যকে ১০০টি পৌরসভায় বিভক্ত করেছে; ৩৫৫টি স্থানীয় কাউন্সিল সহ ৮২টি পৌরসভা, এবং ১৮টি পৌরসভা বিহীন (তাদের ছোট আকারের কারণে)। প্রতিটি স্থানীয় কাউন্সিল কমপক্ষে একজন মহিলা সহ ৫ জন সদস্য নিয়ে গঠিত। স্থানীয় কাউন্সিলের সদস্যদের জন্য সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে পৌর পরিষদে একটি আসন বরাদ্দ করা হয়, যার সংখ্যা প্রতিটি স্থানীয় পরিষদকে কী বরাদ্দ করা হয়েছে তার উপর নির্ভর করে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sylvia I. Bergh (৮ এপ্রিল ২০১৬)। The Redeployment of State Power in the Southern Mediterranean: Implications of Neoliberal Reforms for Local Governance। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৭ 
  2. "'Jordan builds on previous electoral achievements to boost democracy'"The Jordan Times। ১৪ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৭