স্টুডিও গ্রীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টুডিও গ্রীন
ধরননিজস্ব
শিল্পচলচ্চিত্র, প্রযোজক
প্রতিষ্ঠাকাল২০০৫; ১৯ বছর আগে (2005)
সদরদপ্তরচেন্নাই, তামিল নাড়ু, ভারত
প্রধান ব্যক্তি
কে. ই. গ্নানাবেল রাজা
পণ্যসমূহফিল্ম প্রোডাকশন্স
চলচ্চিত্র পরিবেশক
মাতৃ-প্রতিষ্ঠানচলচ্চিত্র
ওয়েবসাইটhttp://studiogreen.in

স্টুডিও গ্রীন ভারতের চেন্নাইয়ে অবস্থিত একটি চলচ্চিত্র প্রযোজনা ও বিতরণ কোম্পানি।[১] ২০০৬ সালে কে. ই. গ্নানবেল রাজা কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। তাদের বেশিরভাগ চলচ্চিত্রেই অভিনেতা সূর্য এবং কার্তিকে দেখা যায়। কোম্পানিটি বেশকিছু তামিল চলচ্চিত্রও বানিয়ে ছিল।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০০৬ সালে সূর্য অভিনীত সিল্লুনু অরু কাধল চলচ্চিত্রটি ছিল কোম্পানিটির প্রথম প্রযোজিত ও বিতরণ করা চলচ্চিত্র। এরপর তারা পারুথিবীরান চলচ্চিত্রটি প্রযোজনা ও বিতরণ করে, এই চলচ্চিত্রে সূর্যের ছোট ভাই কার্তি নায়ক হিসেবে অভিনয় করেন। তামিল নাড়ুর সিনেমা থিয়েটারে চলচ্চিত্রটি এক বছরেরও বেশি সময় ধরে চলেছিল।[৩] এই সাফল্যের পর, তারা সূর্য অভিনীত এবং হরির পরিচালিত সিংগাম চলচ্চিত্রটি প্রযোজনা করে। চলচ্চিত্রটি বক্স অফিসে অত্যন্ত সফলতা লাভ করে। এরপরে কার্তি এবং কাজল আগরওয়াল অভিনীত তাদের নান মহান আল্লা চলচ্চিত্রটিও সফলতা লাভ করে। তারপর কার্তি এবং তামান্না ভাটিয়া অভিনীত তাদের সিরুথাই চলচ্চিত্রটি ১৪ জানুয়ারি ২০১১ সালে মুক্তি পায় ও সেটিও সফলতা লাভ করে। একই সময়ে তারা একই সাথে পাইয়া এবং সিংগাম চলচ্চিত্র দুটির তেলেগু সংস্করণ আওয়ারা এবং ইয়ামুদু নামে অন্ধ্রপ্রদেশে মুক্তি দেয়। ইয়ামুদু সংস্করণটি সারা অন্ধ্রপ্রদেশের থিয়েটারে ৫০ দিনের বেশি চলতে পারেনি,[৪] তবে আওয়ারা ১০০ দিনেরও বেশি সময় ধরে চলেছিল এবং খুব ভালো সাড়া পেয়েছিল।[৫]

২০১২ সালে স্টুডিও গ্রীন কার্তি অভিনীত সাগুনী চলচ্চিত্রটি বিতরণ করে। একই বছর তারা কুমকি নামের একটি ছোট বাজেটের চলচ্চিত্র বিতরণে অগ্রসর হয় এবং আট কোটি টাকা আয় করে যা সেই বছর সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্রগুলির একটি ছিল।[৬] ২০১৩ সালে স্টুডিও গ্রীনের প্রথম প্রযোজনা করা ও কার্তির অভিনীত অ্যালেক্স পান্ডিয়ান চলচ্চিত্রটি খুবই খারাপ রিভিউ পায়। তবে তাদের বিতরণ করা কেদি বিল্লা কিল্লাদি রাঙ্গা চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে। তারপর তারা সুধু কাভুম চলচ্চিত্র বিতরণ করে যা ভালো সাড়া পায়।[৭] স্টুডিওটি এম. রাজেশ পরিচালিত এবং কার্তি অভিনীত "অল ইন অল আজাগু রাজা" নামে আরেকটি চলচ্চিত্র বানায়। চলচ্চিত্রটি নভেম্বর মাসে মুক্তি পায় ও খারাপ মূল্যায়ন পায়। পরিচালক এম. রাজেশের আগের চলচ্চিত্রগুলি সাফল্য পেলেও এটি ফ্লপ হয়।[৮]

এই চলচ্চিত্র প্রযোজনা কোম্পানিটি কপিরাইট মিডিয়া (পাইরেসি কিলার) এর সাথে যুক্ত আছে।

চলচ্চিত্র তালিকা[সম্পাদনা]

উৎপাদন[সম্পাদনা]

  • সিল্লুনু অরু কাধল (২০০৬)
  • পারুথিবীরান (২০০৭)
  • সিংগাম (২০১০)
  • নান মহান আল্লা (২০১০)
  • সীরুথাই (২০১১)
  • অ্যালেক্স পণ্ডিয়ান (২০১৩)
  • অল ইন ওয়ান আজাগু রাজা (২০১৩)
  • বিরিয়ানি (২০১৩)
  • মাদ্রাস (২০১৪)
  • ডার্লিং (২০১৫)
  • কম্বান ২০১৫
  • মাসু ইঙ্গিরা মসীলামনি (২০১৫)
  • ইন্দ্রু নেত্রু নালাই (২০১৫)
  • কধলুম কদন্ধু পগুম (২০১৬)
  • ইরাইবি (২০১৬)
  • ডার্লিং ২ (২০১৬)
  • সিংগাম ৩ (২০১৭)
  • থানা সিন্ধা কুত্তাম (২০১৮)
  • গজনীকান্ত (২০১৮)
  • নোটা (২০১৮)
  • মেহেন্দি সার্কাস (২০১৯)
  • দেভরাত্তম (২০১৯)
  • মাগামুনী (২০১৯)
  • টেডি (২০২১)
  • থিল (২০২২)
  • পথু থালা (২০২২) আসন্ন

বিতরণ[সম্পাদনা]

  • নুভু নেন্নু প্রেমা (২০০৭)
  • ইউগানিকি ওক্কাদু (২০১০)
  • আওয়ারা (২০১০)
  • ইয়ামুডু (২০১০)
  • না পেরু শিব (২০১১)
  • সাগুনী (২০১২)
  • আটকাঠি (২০১২)
  • কুমকিল (২০১২)
  • কেদি বিল্লা কিল্লাদি রাঙ্গা ২০১৩
  • সুধু কাভুম (২০১৩)
  • ইয়ামুডু ২ (২০১৩)
  • পিজা ১: ভিলা (২০১৩)
  • ভাভানুক্কু পুলুম আয়ুধাম (২০১৪)
  • হে কধল কানমানি (২০১৫)
  • ৩৬ ভায়াথিনিলে (২০১৫)
  • উতামা ভিলেন (২০১৫)
  • বাহুবলী: দা বিগিনিং (২০১৫)
  • ত্রিশা লানা নয়নথারা (২০১৫)
  • পাসাঙ্গা ২: হাইকু (২০১৫)
  • ২৪ (২০১৬)
  • হরা হর মহাদেবকী (২০১৭)
  • ইরুত্তু আরাইয়িল মুরাত্তু কুত্থু (২০১৮)
  • মিস্টার লোকাল (২০১৯)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Blood-bath-at-box-office"The Times of India। ২০১৩-১২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Small-film-garners-big-praise"The Times of India। ২০১৩-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. " Paruthi Veeran 357 not out!- News"IndiaGlitz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-২২ 
  4. "Yamudu completes 50 days in 58 centres"archive.ph। ২০১২-০৭-০৯। Archived from the original on ২০১২-০৭-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০২-২২ 
  5. "Awarads record collections- News"IndiaGlitz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০২-২২ 
  6. https://web.archive.org/web/20131112170412/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-05/news-interviews/33036084_1_memory-lane-film-gnanavel-raja
  7. https://web.archive.org/web/20130407054934/http://www.sify.com/movies/kedi-billa-killadi-ranga-a-mass-hit-news-tamil-nefkI1jabih.html
  8. https://m.rediff.com/movies/review/review-all-in-all-azhagu-raja-is-a-waste-of-time-south/20131105.htm

বহিঃসংযোগ[সম্পাদনা]