আলেক্সি বেলান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেক্সি বেলান
জন্ম
রুশ: Алексей Алексеевич Белан

(1987-06-27) ২৭ জুন ১৯৮৭ (বয়স ৩৬)
অন্যান্য নামআবর বালগোভ
পেশাহ্যাকার

আলেক্সি বেলান আলেক্সিভিচ (রুশ Алексей Алексеевич Белан ) (জন্ম জুন ২৭, ১৯৮৭) হলেন একজন লাটভিয়ান এবং রাশিয়ান হ্যাকার যিনি এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় রয়েছেন। [১]তার বিরুদ্ধে নেভাদা ও ক্যালিফোর্নিয়া রাজ্যের তিনটি মার্কিন কোম্পানির কম্পিউটার নেটওয়ার্কে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে । ২০১২ এবং ২০১৩ সালে সংঘটিত লঙ্ঘনের ফলস্বরূপ, একজন হ্যাকার কোম্পানির কর্মীদের এবং তাদের পরিষেবার কয়েক মিলিয়ন নিবন্ধিত ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা চুরি করেছিল, যা পরে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করা হয়েছিল।[২]তিনি Абыр Валгов, Абырвалг, Федюня, Магг, М4G, এবং Мой.Явик ছদ্মনামে পরিচিত।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]