শ্রী বালাজি বিদ্যালয় স্কুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শ্রী বালাজি বিদ্যালয় স্কুল নেল্লোর শহরের একটি ইংরেজি মাধ্যম ক্যাথলিক বিদ্যালয়[১] প্রতিষ্ঠানটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শ্রী ডি ভিটল রাও গারু প্রতিষ্ঠা করেছিলেন।

এটি বালাজি নগরে অবস্থিত, যা ১৯৭০-এর দশক থেকে শহরের অন্যতম প্রধান আবাসিক এলাকা। এটি শহরের অন্যতম প্রাচীন ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং বালাজি নগর এবং এসি নগর এলাকার প্রথম স্বীকৃত ইংরেজি মাধ্যম বিদ্যালয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sree Balaji Vidyalayam Primary School, Machilipatnam - Reviews, Fees, Admissions and Address 2021"iCBSE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]