কটন গ্রন্থাগার

স্থানাঙ্ক: ৫১°৩১′৪৬″ উত্তর ০°৭′৩৭″ পশ্চিম / ৫১.৫২৯৪৪° উত্তর ০.১২৬৯৪° পশ্চিম / 51.52944; -0.12694
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার রবার্ট কটন সংগৃহীত লিন্ডিসফার্ন গসপেলস, বর্তমানে ব্রিটিশ গ্রন্থাগারে রক্ষিত।

কটন বা কটনিয়ান গ্রন্থাগার হল একদা পুরাদ্রব্য-সংগ্রাহক ও গ্রন্থপ্রেমী স্যার রবার্ট ব্রুস কটন এমপি-র (১৫৭১-১৬৩১) মালিকানাধীন পাণ্ডুলিপির সংগ্রহ। এই সংগ্রহটিই পরবর্তীকালে ব্রিটিশ গ্রন্থাগারের মূল ভিত্তিতে পরিণত হয়েছিল। পাণ্ডুলিপিগুলি এখন ব্রিটিশ গ্রন্থাগারেই রক্ষিত হয়েছে।[১] মঠসমূহের অবলুপ্তির পরে বিভিন্ন মঠের গ্রন্থাগারে রক্ষিত বহু বহুমূল্য ও প্রাচীন পাণ্ডুলিপি বিভিন্ন ব্যক্তি সংগ্রহ করতে শুরু করেন। তাঁদের অনেকেই এগুলির সাংস্কৃতিক মূল্য অবগত ছিলেন না। কটন দক্ষতার সঙ্গে এই ধরনের প্রাচীন নথিপত্র খুঁজে বের করেন, কিনে নেন এবং সংরক্ষণ করতে থাকেন। ফ্র্যান্সিস বেকন, ওয়াল্টার রেলিগজেমস আশার সহ সেই যুগের অগ্রণী গবেষকেরা এই গ্রন্থাগার ব্যবহার করতেন। রিচার্ড জেমস ছিলেন গ্রন্থাগারিক।[২] কিছুকালের জন্য এই গ্রন্থাগারটি একটি বিশেষ গুরুত্বের অধিকারী হয়েছিল, সেই সময় বেউলফস্যার গাউইন অ্যান্ড দ্য গ্রিন নাইট-এর মতো রচনার একমাত্র কপি এখানে রক্ষিত ছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cotton Manuscripts"British Library। ২০১৬-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০২ 
  2. Aikin, John (১৮১২)। The Lives of John Selden, Esq., and Archbishop Usher। London: Mathews and Leigh। পৃষ্ঠা 375 

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:British Library Named Collections