দ্য গডস অফ মার্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য গডস অফ মার্স
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকএডগার রাইস বারোজ
প্রচ্ছদ শিল্পীফ্র্যাংক ই. স্কুনওভার
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধারাবাহিকবারসুম
ধরনগ্রহীয় রোম্যান্স
প্রকাশকএ. সি. ম্যাকক্লার্গ
প্রকাশনার তারিখ
১৯১৩
মিডিয়া ধরনমুদ্রণ (হার্ডব্যাক ও পেপারব্যাক)
পৃষ্ঠাসংখ্যা৩৪৮ (প্রথম সংস্করণ)
পূর্ববর্তী বইআ প্রিন্সেস অফ মার্স 
পরবর্তী বইদ্য ওয়ারলর্ডস অফ মার্স 

দ্য গডস অফ মার্স (ইংরেজি: The Gods of Mars; অনুবাদ: মঙ্গল গ্রহের দেবতারা) হল মার্কিন লেখক এডগার রাইস বারোজের লেখা একটি সায়েন্স ফ্যান্টাসি উপন্যাস। এটি বারোজের বারসুম ধারাবাহিকের দ্বিতীয় বই। জন কার্টার ও তাঁর স্ত্রী ডেজাহ থোরিস এই উপন্যাসের প্রধান চরিত্র। ১৯১৩ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দি অল-স্টোরি পত্রিকায় পাঁচটি পর্বে ধারাবাহিক আকারে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়।[১] ১৯১৮ সালের সেপ্টেম্বর মাসে এ. সি. ম্যাকক্লার্গ কর্তৃক একটি সম্পূর্ণ উপন্যাসের আকারে প্রকাশিত হয়। পরবর্তীকালে এটির অনেকগুলি সংস্করণও প্রকাশিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. স্যাম্পসন, পৃ. ১৮১।

উল্লেখপঞ্জি[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]