বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দেশের মঞ্চ নাট্যদলগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম। দেশের নাট্য সংগঠনগুলোর অভিভাবক সংগঠন এটি। দেশের নাট্য আন্দোলনকে বেগবান করার লক্ষে সংগঠনটির যাত্রা শুরু করে ১৯৮০ সালের ২৯ নভেম্বর।[১] বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রধান কার্যালয় ঢাকা। তিন কমিটি ফেডারেশন কার্যক্রম পরিচালনা করে: সাধারণ কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং নির্বাহী কমিটি। সূচনা থেকে জনসাধারণের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বিকাশ এবং থিয়েটার সংস্কৃতির বিকাশে এটি ভূমিকা পালন করছে। সাম্প্রদায়িক অনুভূতি ও জঙ্গিদের বিরুদ্ধে জনসাধারণের সচেতনতা জাগানোর জন্যও ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উদ্দেশ্য[সম্পাদনা]

  • থিয়েটার ব্যক্তিত্বের পেশাদারী স্বার্থ রক্ষার জন্য এবং তাদের জন্য সুযোগ তৈরি করতে;
  • নাটক বিকাশ; আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত নাটক;
  • মৌলিক অধিকার লঙ্ঘন আইন বিরুদ্ধে পাবলিক মতামত জোরদার করা;
  • দেশের বিভিন্ন অংশে স্থায়ী পর্যায়ে সক্রিয় পদক্ষেপ নেওয়ার জন্য;
  • গ্রুপ থিয়েটারের মতাদর্শ পালনের জন্য;
  • সামাজিক উদ্দেশ্য সঙ্গে নাটক অবহিত;
  • নাটক সম্পর্কিত উপকরণ প্রকাশ করতে;
  • একটি থিয়েটার যাদুঘর স্থাপন করা;
  • জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালার ব্যবস্থা করা;
  • জাতীয় নাট্য উৎসব পরিচালনা করা; এবং
  • থিয়েটার সঙ্গে যুক্ত মানুষের জন্য কল্যাণ প্রোগ্রাম গ্রহণ।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. কতটুকু এগিয়েছে মঞ্চ নাটক ॥ গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস আজ। দৈনিক জনকন্ঠ।  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন - ইতিহাস"। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]