বিষয়বস্তুতে চলুন

জোসেফ সি পাঞ্জিকারন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ম্যানেজার জোসেফ সি পাঞ্জিকারন (১৮৮৮-১৯৯৯) ছিলেন সাইরো-মালবার ক্যাথলিক মনসিগোনার, ইতিহাসবিদ, ধর্মতত্ত্ববিদ, সাংবাদিক এবং ধর্মগিরি হাসপাতাল, কোটমঙ্গলমের প্রতিষ্ঠাতা এবং মেডিকেল সিস্টার্সদের জমায়েত সেন্ট জোসেফ (ধর্মগিরি বোন)-এর প্রতিষ্ঠাতা। [] []

তাঁর সিদ্ধাবস্থার শুরুটা হয়েছিল ২০১০ সালে কোটমঙ্গলমের বিশপের এলাকা থেকে। []

জোসেফ সি পঞ্জিকারন ১৮৮৮ সালের ১০ সেপ্টেম্বর এর্নাকুলামের বিশপের এলাকার উজুভা গ্রামে জন্মগ্রহণ করেন, চাকো পাঞ্জিকারন ও মরিয়ম কণিচট্টুরের পুত্র হিসাবে।

পাঞ্জিকরণ এরনাকুলামের ভিকারিয়েটের বিশ্বাস প্রচারের পরিচালক হন। তিনি বিশ্বাস করেতেন যে, দরিদ্র ও অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়া দায়িত্ব গির্জার রয়েছে। তিনি ১৯৩৪ সালে কেরালার কোটমঙ্গালামে ধর্মগিরি নামে একটি হাসপাতাল চালু করেন এবং ১৯৪৪ সালে সেন্ট জোসেফের মেডিকেল সিস্টার্সের জামায়েত প্রতিষ্ঠা করেন। []

১৯৪৯ সালের ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Medical Sisters of St. Joseph[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Mgr. Joseph C. Panjikaran"। ২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২১ 
  3. Beatification of Mgr. Joseph C. Panjikaran initiated[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Biography of our founder"। Nirmala province, MSJ.। ২৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২১