বিষয়শ্রেণী:পূর্বদেশীয় খ্রিস্টধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পূর্বদেশীয় খ্রিস্টধর্ম হল যেসমস্ত খ্রিস্টান ঐতিহ্য ও মণ্ডলীগুলি বহু শতাব্দী ধরে পশ্চিম ইউরোপের বাইরে বিকাশ লাভ করে, সেগুলিকে দেওয়া একটি সামগ্রিক নাম। এদের মধ্যে পূর্বদেশীয় সনাতনপন্থী মণ্ডলী, পূর্বদেশীয় ক্যাথলিক মণ্ডলীসমূহ এবং প্রাচ্যদেশীয় সনাতনপন্থী মণ্ডলীসমূহ উল্লেখ্য। এগুলি পূর্ব ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। এগুলি সব আদিতে একই সাংস্কৃতিক উৎস থেকে উদ্ভূত হলেও বর্তমানে সবাই একে অপরের সাথে ধর্মীয়ভাবে মৈত্রীবদ্ধ নয়।

"পূর্বদেশীয় খ্রিস্টধর্ম" বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত নিবন্ধসমূহ

এই বিষয়শ্রেণীতে কেবল নিচের পাতাটি আছে।