প্যাসকেলের ত্রিভুজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্যাসকেলের ত্রিভুজে, উপর্যুক্ত সারির দুটি সংখ্যার যোগফলে অনুগামী সারির সংখ্যাগুলো নির্ণয় করা হয় এবং প্রথম পদ শূণ্য, পরের পদটি এক, এবং শেষ পদ শূণ্য ও তার আগের পদটি এক হয়।

দ্বিপদী বিস্তৃতে, প্যাসকেলের ত্রিভুজ-এর গুরুত্ব অপরিসীম। দ্বিপদী উপপাদ্য, ২ এর ঘাত যোগফলের অনুক্রম সহ বিভিন্ন গাণিতিক ধারার অভিব্যক্তি প্রকাশে সহায়তা করে। ফ্রান্স-এর গণিতবিদ, ব্লেইজ প্যাসকেল(Blaise Pascal)-দ্বিপদী বিস্তৃতির সহগ নির্নয়ের জন্য এই কৌশল সর্বপ্রথম ব্যবহার করেন। তাই তার নাম অনুসারে এই ধারার নামকরণ করা হয়েছে প্যাসকেলের ত্রিভুজ।


তথ্যসূত্ৰ[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]