ব্যবহারকারী:তন্ময় কর্মকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমার লোগো

কোন দেশেতে তরুলতা

সকল দেশের চাইতে শ্যামল ?

কোন দেশেতে চলতে গেলেই

দলতে হয় রে দুরবা কোমল ?

কোথায় ফলে সোনার ফসল,

নাম তন্ময় কর্মকার রংপুর, ঢাকা, বাংলাদেশ

সোনার কমল ফোটেরে ?

সে আমাদের বাংলাদেশ ,

আমাদেরই বাংলা রে[১]



সত্যেন্দ্রনাথ দত্ত[২] এর এ কবিতার মাধ্যম এ বাংলা ভাষা[৩] ও বাংলাদেশ[৪] কে অনেক শ্রদ্ধাঞ্জলি জানাই । আমি তন্ময় কর্মকার , বাংলা কে বিশ্ব এর দরবারে সুপ্রতিষ্ঠিত করার জন্য বাংলা ভাষায় মুক্ত বিশ্বকোষ তৈরিতে সহায়তা করি । যাতে যে কেউ পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বাংলা ইতিহাস[৫] ও সংস্কৃতি কে নতুন ভাবে জানতে পারে , বুঝতে পারে এবং প্রয়োজনীয় জ্ঞান আহরন করতে পারে । আমার এ ক্ষুদ্র প্রচেষ্টায় সকলের শুভকামনা প্রত্যাশী ।[৬]


জাতীয় পর্যায় গীতা পাঠে সংস্কৃত বিভাগে প্রথম পুরস্কার (গোল্ড মেডেল ) স্থান: ঢাকেশ্বরী মন্দির , ঢাকা পুরস্কার দিচ্ছেন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কোন্ দেশে - সত্যেন্দ্রনাথ দত্ত"www.bangla-kobita.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৭ 
  2. "সত্যেন্দ্রনাথ দত্ত"উইকিপিডিয়া। ২০২১-০২-০২। 
  3. "বাংলা ভাষা"উইকিপিডিয়া। ২০২১-০২-০৭। 
  4. "বাংলাদেশ"উইকিপিডিয়া। ২০২১-০২-০৭। 
  5. "বাংলার ইতিহাস"উইকিপিডিয়া। ২০২১-০১-০৩। 
  6. তন্ময় কর্মকার