ইউনিভার্সিটিস রিসার্চ অ্যাসোসিয়েশন
বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাসোসিয়েশন ইংরেজি: Universities Research Association | |
গঠন | ১৯৬৫ |
সদরদপ্তর | ওয়াশিংটন, ডি.সি. |
অবস্থান | যুক্তরাষ্ট্র |
কানাডা | |
ইতালি | |
জাপান | |
যুক্তরাজ্য | |
সদস্য | ৮৬ |
Presidents | Gene Block (Chancellor, UCLA) |
Samuel Stanley (President, Stony Brook University) | |
Executive Director | Marta Cehelsky |
Website | ইউআরএ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] |
বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাসোসিয়েশন বা ইউআরএ মূলত আমেরিকা কেন্দ্রিক এবং ২টি সদস্য কানাডা এবং একটি করে সদস্য জাপান, ইতালি ও যুক্তরাজ্য থেকে নিয়ে ৮৬ টি বিশ্ববিদ্যালয়ের একটি সংঘ। এটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি.
ইতিহাস ও উদ্দেশ্য
[সম্পাদনা]ইউআরএ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিজ্ঞান উপদেষ্টা কমিটি ও জাতীয় বিজ্ঞান একাডেমীর নির্দেশনা অনুযায়ী ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। গবেষণা কাজে ব্যবস্থাপনা ও পরিচালনা সুবিধা দেওয়ার কাজ করে। [১]
আমেরিকার এনার্জি বিভাগ ইউআরএ কে দিয়ে ফার্মি ন্যাশনাল এক্সিলারেটর ল্যাবরেটরি গঠন ও পরিচালনার কাজ করে। ২০০৭ সালে ইউআরএ শিকাগো বিশ্ববিদ্যালয় সাথে গঠন করে ফার্মি রিসার্চ জোট, যেটি বর্তমানে ফার্মি ল্যাব নামে পরিচিত। ফার্মি ল্যাব বর্তমানে লার্জ হ্যাড্রন কলাইডার ও সার্নএর সাথে কাজ করছে।
প্রতিষ্ঠান
[সম্পাদনা]এটি একটি পরিচালনা পর্ষদ ও ৮৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট দ্বারা পরিচালিত হয়। বড় ধরনের গবেষণার জন্য, বোর্ড অফ ট্রাষ্টি একটি শাসক বোর্ড নিয়োগ করে। ওয়াশিংটন, ডি.সি.তে সদর দপ্তর সকল কাজের সমন্বয় করে। [১]
সদস্য
[সম্পাদনা]নিচে ইউআরএ এর ৮৬ টি সদস্যের তালিকা দেয়া হল[১]
স্থানীয় (যুক্তরাষ্ট্র) (৮১)
[সম্পাদনা]বৈদেশিক (৫)
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ http://www.ura-hq.org/about/index.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ অক্টোবর ২০১৩ তারিখে Universities Research Association, Inc