বিষয়বস্তুতে চলুন

ভারতের শিক্ষা ব্যবস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতীয় প্রজাতন্ত্রেরের শিক্ষা ব্যবস্থা
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষামন্ত্রীরমেশ পোখরিয়াল
জাতীয় শিক্ষা বাজেট
বাজেটজিডিপি এর ৩.৬% ($ ১২০ বিলিয়ন) []
সাধারণ বিবরণ
মাতৃভাষাইংরেজি, ভারতীয় ভাষা
ব্যবস্থার ধরণযুক্তরাষ্ট্রীয়, রাজ্য ও বেসরকারি
প্রতিষ্ঠিত
বাধ্যতামূলক শিক্ষা
১ এপ্রিল ২০১০
স্বাক্ষরতা (২০১৭-১৮[])
মোট৭৭.৭%[]
পুরুষ৮৪.৭%
মহিলা৭০.৩%
তালিকাভুক্তি
মোটজানা নেই
প্রাথমিক৯৫%[]
মাধ্যমিক৬৯%[]
মাধ্যমিক পরবর্তী২৫%[]

ভারতে শিক্ষা প্রাথমিকভাবে সরকারি বিদ্যালয় (সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং তিন স্তরের: কেন্দ্রীয়, রাজ্য এবং স্থানীয়) ও বেসরকারি বিদ্যালয় দ্বারা সরবরাহ করা হয়। ভারতীয় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের অধীনে ৬ বছর থেকে ১৪ বছর বয়সী শিশুদের মৌলিক অধিকার হিসাবে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়। ভারতের সরকারি বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ে আনুমানিক অনুপাত ৭:৫।

২০১১ সালের আদমশুমারি অনুসারে সাক্ষরতার হার জনসংখ্যার প্রায় ৭৪.০৪% ছিল, যার মধ্যে ৮১% পুরুষ এবং ৬৫% মহিলা সাক্ষরতা। জাতীয় পরিসংখ্যান কমিশনের সমীক্ষা থেকে জানা যায় ২০১৭-১৮ সালে সাক্ষরতার হার ৭৭.৭% হবে, যার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার ৮৭.৭% ও মহিলাদের সাক্ষরতার হার ৭০.৩% হবে।[] এই হার যথাক্রমে ১৯৮১ সালে ৪১%, ৫৩% ও ২৯% এবং ১৯৫১ সালে ১৮%, ২৭% ও ৯% ছিল।[] ভারতের উন্নত শিক্ষাব্যবস্থাকে প্রায়শই এর অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান অবদানকারী হিসাবে উল্লেখ করা হয়।[] বেশিরভাগ অগ্রগতি, বিশেষত উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অবদান রয়েছে। গত দশকে উচ্চ শিক্ষায় ভর্তির ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০১৯ সালে ২৬.৩% এর মোট তালিকাভুক্তির অনুপাতে (জিইআর) পৌঁছায়,[] এখনও উন্নত দেশগুলির তৃতীয় স্তরের শিক্ষার তালিকাভুক্তি অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ দূরত্ব রয়েছে।[] ভারতের তুলনামূলকভাবে তরুণ জনগোষ্ঠীকে তৃতীয় স্তরের শিক্ষায় যুক্ত রাখতে একটি আহ্বানকে উত্তরণ করা প্রয়োজন।

ভারতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিখার জন্য একটি বৃহত বেসরকারি বিদ্যালয় ব্যবস্থা রয়েছে, যা সরকার পরিচালিত বিদ্যালয়গুলির পরিপূরক। ২৯% শিক্ষার্থী ৬ বছর থেকে ১৪ বছর পর্যন্ত বেসরকারি শিক্ষা গ্রহণ করে।[১০] নির্দিষ্ট কিছু মাধ্যমিকের প্রযুক্তিগত বিদ্যালয় বেসরকারি ভাবে পরিচালিত হয়। ২০০৮ সালে ভারতের বেসরকারী শিক্ষাব্যবস্থার আয় ছিল ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার, তবে এটি ৪০ বিলিয়ন মার্কিন ডলারের বাজার হিসাবে প্রত্যাশিত।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "India" (পিডিএফ)। OECD। ২০ আগস্ট ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২১ 
  2. "India Literacy Rate"। UNICEF। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৩ 
  3. Estimate for India, from India, The Hindu
  4. https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/statistics-new/ESG2016.pdf
  5. NSO 2018, পৃ. 43।
  6. Rajni Pathania, "Literacy in India: Progress and Inequality." Bangladesh e-Journal of Sociology 17.1 (2020) online.
  7. India achieves 27% decline in poverty, Press Trust of India via Sify.com, 12 September 2008
  8. "All India Survey on Higher Education 2018-19"Department of Higher Education (India)। ১১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 
  9. "Global Education"। University Analytics। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৫ 
  10. "Over a quarter of enrollments in rural India are in private schools"The Hindu। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৪ 
  11. "Indian education: Sector outlook" (পিডিএফ)। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]