দময়ন্তী (গোয়েন্দা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দময়ন্তী হল বাংলা সাহিত্যের অন্যতম গোয়েন্দা চরিত্র। দময়ন্তী চরিত্রের স্রষ্টা বাঙালি সাহিত্যিক মনোজ সেন। বাংলা সাহিত্যের অন্যতম মহিলা গোয়েন্দা দময়ন্তীকে নিয়ে লেখক সিরিজ গোয়েন্দা কাহিনী রচনা করেছেন যার অধিকাংশ প্রকাশিত হয় বাংলা রোমাঞ্চ পত্রিকায়।[১] প্রথম কাহিনীটি প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে রোমাঞ্চ পত্রিকায়।[২]

চরিত্র[সম্পাদনা]

দময়ন্তীর পুরো নাম দময়ন্তী দত্তগুপ্ত। সে পেশায় ইতিহাসের অধ্যাপিকা হলেও রহস্য অনুসন্ধান ও তদন্তে আগ্রহী। দময়ন্তীর স্বামী সমরেশ একজন ইঞ্জিনিয়ার। তার বন্ধু পুলিশ অফিসার শিবেন সেনকে সাহায্য করতে গিয়ে সর্বপ্রথম দময়ন্তীর গোয়েন্দাগিরি শুরু হয়। অপরাধমূলক ঘটনার নানা তথ্য বিশ্লেষণ করে মূল রহস্যের দিকে তর্জনী নির্দেশ করে দময়ন্তী।[৩]

কাহিনী[সম্পাদনা]

  • সরল অঙ্কের ব্যাপার
  • নকল হীরে
  • রাজমহিষীর রহস্য
  • পর্বতো বহ্নিমান
  • সূর্যগ্রহণ
  • চরৈবেতি
  • প্রথম পাপ
  • অন্ধ তামস
  • ইজ্জত
  • নীলকান্তপুরের হত্যাকাণ্ড
  • ভগ্ন অংশ ভাগ

চলচ্চিত্র[সম্পাদনা]

বাংলা হইচই ওয়েব সিরিজে দময়ন্তী আত্মপ্রকাশ করে ২০২০ সালের অক্টোবর মাসে। ৭ পর্বের এই সিরিজটির পরিচালনা করেছেন অরিত্র সেন ও রোহন ঘোষ। দময়ন্তী চরিত্রে অভিনয় করেছেন তুহিনা দাস।[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "খলনায়িকা থেকে গোয়েন্দা মেয়েরা কম যায়নি কিছুতেই"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৩ 
  2. "রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র ১"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৩ 
  3. ১, মনোজ সেন। রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র। কলকাতা: বুক ফার্ম। 
  4. "শক্তিরূপেণ! গোয়েন্দা দময়ন্তী আসছেন, মুক্তি পেল রহস্য-সিরিজের গান..."EI Samay। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৩ 
  5. "সপ্তমীতে আগমন মহিলা ডিটেকটিভ সিরিজ দময়ন্তীর,নাম ভূমিকায় তুহিনা-প্রকাশ্যে ট্রেলার"www.msn.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৩