ভাইসভুর্স্ট্যাকাটর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাইসভুর্স্ট্যাকাটর বিভিন্ন সংজ্ঞা: ১) স্পাইর লাইন (সবুজ), ২) নদীর মূল লাইনটি ১৮৭১ এর আগে প্রুশিয়ান আধিপত্যের সীমানা হিসাবে (লাল), ৩) ৪৯° অক্ষাংশ (কালো)।
Weißwürste mit Brezn und süßem Senf (প্রিটজেলস এবং মিষ্টি সরিষা সহ সাদা সসেজ)

ভাইসভুর্স্ট্যাকাটর (জার্মান: Weißwurstäquator; জার্মান উচ্চারণ: [ˌvaɪsvʊɐ̯stɛˈkvaːtoːɐ̯] (শুনুন), সাদা সসেজ নিরক্ষীয় অঞ্চল) একটি মজাদার শব্দ যা দক্ষিণ জার্মানিকে উত্তর জার্মানি থেকে, বিশেষত বাভারিয়াকে মধ্য জার্মানি থেকে আলাদা করে বলে মনে করা হয়।[১]

বাভারিয়ার ভাইসভুর্স্ট সসেজ থেকে এর নামকরণ করা হয়েছে এবং এর কোনও সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। এর মধ্যে জনপ্রিয় একটি সংজ্ঞা হলো: এটি স্পাইর লাইন হিসাবে পরিচিত মাইন নদী ভিত্তিক একচি ভাষাগত সীমানা, যা উচ্চ জার্মান উপভাষার অঞ্চলগুলোকে মধ্য জার্মান উপভাষার অঞ্চলগুলো থেকে আলাদা করে। আরেকটি সংজ্ঞা মতে, এটি আরেকটু দক্ষিণে দানিউব নদীভিত্তিক অথবা মাইন ও দানিউবের মাঝে অবস্থিত একটি রেখা, যা প্রায় ৪৯তম উত্তর অক্ষরেখা দিয়ে গিয়েছে।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Der Weißwurstäquator"ইএসএল স্টোরিস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০ 
  2. "Wo die Wurst zuhause ist"Die Münchner Wochenanzeiger (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]