বিষয়বস্তুতে চলুন

সাগরমাথা টেলিভিশন (নেপাল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাগরমাথা টেলিভিশন
মালিকানাসাগরমাথা টেলিভিশন প্রাইভটে লিমিটেড
স্লোগানআপনার তৃতীয় চোখ
দেশনেপাল
প্রধান কার্যালয়কাঠমান্ডু, নেপাল
ওয়েবসাইটwww.sagarmatha.tv

সাগরমাথা টেলিভিশন (এসটিভি) নেপালি ভাষায় সম্প্রচারিত সংবাদ চ্যানেল। বর্তমানে নেপালে এসটিভি সরাসরি ও ব্রেকিং নিউজ সম্প্রচার এবং সাম্প্রতিক বিষয়গুলির তাৎক্ষণিক তথ্য সরবরাহের ক্ষেত্রে শীর্ষস্থানীয়। এটি ২০০৭ সালের জুলাই মাসে চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দফতর কাঠমান্ডুর বাবরমহলে।[] এটি নেপালের প্রথম সংবাদ চ্যানেল এবং একমাত্র চ্যানেল যা নেপালি ভাষায় সংবাদ প্রচার করে।

এসটিভি সমস্ত জেলা এবং বিদেশের দেশগুলিতে বিউরাস ব্যবহার করে এবং দর্শকদের অনন্যভাবে আলাদা কোণ থেকে অবহিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে। চ্যানেলটির স্লোগান: "আপনার তৃতীয় চোখ"।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]