বেনিতো দিয়াস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেনিতো দিয়াস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডন বেনিতো দিয়াস ইরাওলা
জন্ম (১৮৯৮-০৭-১৭)১৭ জুলাই ১৮৯৮
জন্ম স্থান সান সেবাস্তিয়ান, স্পেন
মৃত্যু ১ এপ্রিল ১৯৯০(1990-04-01) (বয়স ৯১)
মৃত্যুর স্থান সান সেবাস্তিয়ান, স্পেন
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
ফর্তুনা
১৯১৭–১৯২৭ রিয়াল সোসিয়েদাদ
পরিচালিত দল
১৯২৬–১৯৩০ রিয়াল সোসিয়েদাদ
১৯৩৭–১৯৪২ বর্দো
১৯৪২–১৯৫১ রিয়াল সোসিয়েদাদ
১৯৫৩–১৯৫৪ আতলেতিকো মাদ্রিদ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ডন বেনিতো দিয়াস ইরাওলা (ইংরেজি: Benito Díaz; ১৭ জুলাই ১৮৯৮ – ১ এপ্রিল ১৯৯০; বেনিতো দিয়াস নামে সুপরিচিত) একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় রিয়াল সোসিয়েদাদের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

স্পেনীয় ক্লাব ফর্তুনার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। অতঃপর তিনি রিয়াল সোসিয়েদাদে যোগদান করেন, যেখানে তিনি ১০ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছেন।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ১৯২৬ সালে, দিয়াস তার খেলোয়াড়ি জীবনের ক্লাব রিয়াল সোসিয়েদাদের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন।[১][২] রিয়াল সোসিয়েদাদে ৪ মৌসুমের জন্য ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি ফরাসি ক্লাব বর্দোয় ম্যানেজার হিসেবে যোগদান করেন।[৩] বর্দোয় ৫ মৌসুম অতিবাহিত করার পর তিনি দ্বিতীয় দফায় রিয়াল সোসিয়েদাদে ম্যানেজার হিসেবে যোগদান করেন, এই দফায় তিনি ১টি সেহুন্দা দিভিসিওন শিরোপা জয়লাভ করেন। অতঃপর তিনি ১ মৌসুমের জন্য আতলেতিকো মাদ্রিদের ম্যানেজার দায়িত্ব গ্রহণ করেন এবং এখানেই তিনি ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।

দলগতভাবে, ম্যানেজার হিসেবে, তিনি ১টি শিরোপা জয়লাভ করেছেন; যা তিনি রিয়াল সোসিয়েদাদের হয়ে জয়লাভ করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বেনিতো দিয়াস"রিয়াল সোসিয়েদাদ। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২০ 
  2. "Benito Díaz Iraola"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২০ 
  3. "Archived copy"। ২০০৮-১১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]