বিষয়বস্তুতে চলুন

রোনাল্ড ম্যালেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোনাল্ড এল. ম্যালেট
জন্ম (1945-03-30) ৩০ মার্চ ১৯৪৫ (বয়স ৭৯)
রোরিং স্প্রিং, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র
পরিচিতির কারণসময় পরিভ্রমণ
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহপেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়
কানেকটিকাট বিশ্ববিদ্যালয়

রোনাল্ড লরেন্স ম্যালেট (জন্ম ৩০ মার্চ, ১৯৪৫) একজন আমেরিকান তাত্ত্বীয় পদার্থবিজ্ঞানী, লেখক। ১৯৭৫ সাল থেকে কানেকটিকাট বিশ্ববিদ্যলয়ের প্রফেসর হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। টাইম ট্রাভেল নিয়ে তার গবেষণার তিনি বিখ্যাত।

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

১৯৪৫ সালের ৩০ মার্চ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে তার বাবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এক বছর পরে এইজ. জি. ওয়েলস এর টাইম মেশিনের ওপর একটি কমিক বই পড়া শুরু করেন। এটা থেকে অনুপ্রাণিত হয়ে ঠিক করেন টাইম ট্রাভেলের সাহায্যে ফিরে এসে তিনি তার বাবাকে বাঁচিয়ে তুলবেন।[] এটাই মূলত তাকে টাইম ট্রাভেল নিয়ে গবেষণা করতে অনুপ্রাণিত করেছে। ভিয়েতনাম যুদ্ধের সময়ে চার বছর মার্কিন বিমানবাহিনীতে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে তিনি দেশে ফিরে আসেন। ঐ বছরই বৈজ্ঞানিক কল্পকাহীনির ওপর ভিত্তি করে বানানো টেলিভিশন ধারাবাহিক স্টার ট্রেক শুরু হয়।[]

১৯৭৩ সালে ২৮ বছর বয়সে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ম্যালেট পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। একই বছরে শিক্ষকতায় সহযোগিতার জন্য পুরস্কৃত হন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৭৫ সালে সহকারী অধ্যাপকি হিসেবে কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৮৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এর মধ্যে তিনি নানান পুরস্কারে ভূষিত হয়েছেন।[] ২০১৮ পর্যন্ত, তিনি আমৃত্যু অধ্যাপক হিসেবে কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ম্যালেট আমেরিকান পদার্থবীদ সমাজ এবং জাতীয় কালো পদার্থবীদদের সমাজের সদস্য। তার ভাই একজন চিত্রশিল্পী। তার নাম কেইথ ম্যালেট।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dr. Ronald Mallett Builds a Time MachineYouTube। ১৬ জুলাই ২০১২। 
  2. Ronald L. Mallett। Time Traveler: A Scientist's Personal Mission to Make Time Travel a Reality। Bruce Henderson। আইএসবিএন 9781568583631 
  3. "Biography, Bibliography and Professional Summary of Ronald L. Mallett, Professor, Department of Physics" (PDF)Phys.uconn.edu। এপ্রিল ২০০৩। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮ 
  4. "Professional Summary of Ronald L. Mallett"Phys.uconn.edu। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮ 
  5. "Emeritus faculty"Phys.uconn.edu। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]