নাদিম রাজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাদিম রাজা
জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৭ নভেম্বর ২০১৯
পূর্বসূরীজেনারেল জুবায়েল মাহমুদ হায়াত
চীফ অব জেনারেল স্টাফ (পাকিস্তান)
কাজের মেয়াদ
সেপ্টেম্বর ২০১৮ – নভেম্বর ২০১৯
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৩ জুন ১৯৬৫
ওয়াহ কেন্ট
সামরিক পরিষেবা
শাখা পাকিস্তান সেনাবাহিনী
কাজের মেয়াদ১৯৮৫- বর্তমান
পদGeneral
ইউনিট১০ সিন্ধ রেজিমেন্ট
কমান্ডChief of General Staff,
X Corps, Rawalpindi
Commandant Pakistan Military Academy
GOC 9th Infantry Division

জেনারেল নাদিম রাজা পাকিস্তান সেনাবাহিনীর একজন চার তারকা জেনারেল । তিনি বর্তমানে ২০১৯ সালের নভেম্বর থেকে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত ও শিক্ষা জীবন[সম্পাদনা]

১৯৬৫ সালের ২৩ শে জুন ওয়াহ ক্যান্টে জন্মগ্রহণ করা রাজা তাঁর বিদ্যালয়ে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং তাঁর একাডেমিকও শিক্ষাও ভালো ছিল। ১৯৮১ সালে তিনি ম্যাট্রিক পাস করেন এবং তারপরে আরও প্রশিক্ষণের জন্য পাকিস্তান সামরিক একাডেমিতে যান। নাদিম রাজা বিবাহিত এবং তার চারটি সন্তান রয়েছে। জেনারেল রাজা কোয়েটা এবং কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ , ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৪ সালে তিনি জার্মানিতে আইএনএফ কোয়ে কমান্ড কোর্সে অংশ নিয়েছিলেন। [১] তার বাবা পাকিস্তান অর্ডিন্যান্স কারখানায় ওয়াহ ক্যান্টে কাজ করতেন এবং তিনি তার ভাইবোনদের মধ্যে কনিষ্ঠ। তাঁর দুই ভাই সশস্ত্র বাহিনীতেও দায়িত্ব পালন করেছিলেন। একজন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এবং অন্য একজন স্কোয়াড্রন নেতা অবসরপ্রাপ্ত। তিনি গল্ফ খেলতে পছন্দ করেন এবং আগ্রহী বইয়ের পাঠক।

সামরিক জীবন[সম্পাদনা]

১৯৬৫ সালের সেপ্টেম্বরে, রাজা পদাতিকের ১০ ডিভিশনের সিন্ধুর রেজিমেন্টে কমিশন লাভ করেছিলেন। [১][২]

নাদিম রাজা স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, কোয়েটা এবং ওয়ার কলেজ, এনডিইউ ইসলামাবাদের অনুষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। [১]

তিনি [১] করপস [২] এর চিফ অফ স্টাফ হিসাবে এবং ব্রিগেড কমান্ডার হিসাবে তিনি রাওয়ালকোটে অবস্থিত ২ টি একে ব্রিগেডের দায়িত্ব পালন করেছিলেন।

২০১৬ সালের ডিসেম্বরে, রাজা পাকিস্তান মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট থাকাকালীন মেজর জেনার [৩] থেকে লেঃ জেনারেলের তিন তারকা পদে পদোন্নতি পেয়েছিলেন। [৪] লেফটেনাল জেনারেল নাদিম রাজা রাওয়ালপিন্ডিতে অবস্থিত এক্স কর্পসের অধিনায়ক ছিলেন। [২]

অক্টোবর ২০১৭ সালে, রাজা মুজাহিদ ফোর্সের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসাবে নিয়োগ পেয়েছিলেন। [৫]

আগস্ট ২০১৮ এ, নাদিম রাজা জেনারেল স্টাফের চিফ হিসাবে নিযুক্ত হন। [৪] তিনি ১০ সেপ্টেম্বর ২০১৮-তে সিজিএসের পদ গ্রহণ করেছিলেন। [১]

নভেম্বর২০১৯ সালে, নাদিম রাজা চার তারকা পদে পদোন্নতি পেয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনীর চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির পদে নিয়োগ পেয়েছিলেন। তিনি ২৭ নভেম্বর ২০১৯ এ পদ গ্রহণ করেছিলেন। [১]

পুরস্কার[সম্পাদনা]

পরিষেবা মেডেল
টেমপ্লেট:Ribbon devices/alt ১০ বছর পরিষেবা পদক
টেমপ্লেট:Ribbon devices/alt ২০ বছরের পরিষেবা পদক [৬]
টেমপ্লেট:Ribbon devices/alt ৩০ বছর পরিষেবা পদক
টেমপ্লেট:Ribbon devices/alt কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ শতবর্ষী পদক
অপারেশনাল সামরিক পুরস্কার
টেমপ্লেট:Ribbon devices/alt নিশান-ই-ইমতিয়াজ (শ্রেষ্ঠত্ব সামরিক আদেশ)
টেমপ্লেট:Ribbon devices/alt হিলাল-ই-ইমতিয়াজ (ক্রিসেন্ট অফ এক্সিলেন্স)
স্মরণীয় পদক
টেমপ্লেট:Ribbon devices/alt কারাদাদ-ই-পাকিস্তান তমঘা (রেজোলিউশন ডে গোল্ডেন জয়ন্তী পদক)
টেমপ্লেট:Ribbon devices/alt তমঘা-ই-ইস্তাকলাল (ভারত মেডেল বনাম প্রবর্তন)
টেমপ্লেট:Ribbon devices/alt হিজরি তমঘা (হিজরি পদক)
টেমপ্লেট:Ribbon devices/alt তমঘা-এ-জামহুরিয়াত (গণতন্ত্র পদক)
টেমপ্লেট:Ribbon devices/alt স্বাধীনতা দিবস স্বর্ণজয়ন্তী পদক
টেমপ্লেট:Ribbon devices/alt তমঘা-এ-বাকা ( পারমাণবিক পরীক্ষা পদক )
বিদেশী পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Lt Gen Nadeem Raza Khan appointed new CJCSC by PM Imran Khan"Dawn। ২১ নভেম্বর ২০১৯। 
  2. "Race for CJCSC is on as Zubair set to retire this month"Dawn। ১৬ নভে ২০১৯। 
  3. "7 major generals promoted to the rank of lieutenant general"Dawn। ৯ ডিসেম্বর ২০১৬। 
  4. "ISPR announces reshuffle in army top brass"Dawn। ২৪ আগস্ট ২০১৮। 
  5. "Lt-Gen Nadeem Raza Khan installed as first Colonel Commandment of Mujahid Force"Samaa TV। ৩০ অক্টোবর ২০১৭। 
  6. "Raheel Sharif meets Chuck Hagel"। ৯ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫