শালিমার রেল ইয়ার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শালিমার রেল ইয়ার্ড, হাওড়া

শালিমার রেল ইয়ার্ড পণ্য ট্রেনের টার্মিনাস হিসাবে কাজ করেছিল এবং ১৮৮৩ সালে এটির প্রতিষ্ঠার পর থেকে একটি রেল ইয়ার্ড হিসাবে কাজ করেছিল। সম্প্রতি হাওড়া স্টেশনের চাপ কমাতে এটি যাত্রীবাহী ট্রেন স্টেশনের নেটওয়ার্কে আনা হয়েছে। শহরতলির ট্রেনগুলি (ইএমইউ বা লোকাল ট্রেন) ছাড়াও কয়েকটি দূরপাল্লার ট্রেন এখানে চালু করা হয়েছে বা সরানো হয়েছে হাওড়া স্টেশন থেকে। এটি খড়গপুর রেল বিভাগের আওতাধীন।

শালিমার এখনও কলকাতায় একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট পয়েন্ট হিসাবে কাজ করে। শালিমারে বন্দর তীরবর্তী ঘরোয়া কনটেইনার টার্মিনালও আছে । সেখানে আরোএকটি অতিরিক্ত ধারক টার্মিনাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। [১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.irfca.org/faq/faq-yard.html