বিষয়বস্তুতে চলুন

বেটি কম্পসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেটি কম্পসন
Betty Compson
স্টুডিওর প্রচারণামূলক ছবি, ১৯৩০
জন্ম
এলিনর লুইসিম কম্পসন

(১৮৯৭-০৩-১৯)১৯ মার্চ ১৮৯৭
মৃত্যু১৮ এপ্রিল ১৯৭৪(1974-04-18) (বয়স ৭৭)
গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯১৫-১৯৪৮
দাম্পত্য সঙ্গীজেমস ক্রুজ
(বি. ১৯২৪; বিচ্ছেদ. ১৯৩০)

আরভিং ওয়েনবার্গ
(বি. ১৯৩৩; বিচ্ছেদ. ১৯৩৭)

সিলিভিয়াস জ্যাক গল
(বি. ১৯৪৪; মৃ. ১৯৬২)
স্বাক্ষর

বেটি কম্পসন (জন্ম এলিনর লুইসিম কম্পসন; ১৯ মার্চ ১৮৯৭ - ১৮ এপ্রিল ১৯৭৪) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক। তিনি হলিউডের নির্বাক যুগ থেকে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি দ্য ডকস অব নিউ ইয়র্কদ্য বার্কার চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। দ্য বার্কার চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল হেয়ার কামস ট্রাবল (১৯৪৮)। এরপর তিনি অভিনয় থেকে অবসর নেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কম্পসন ১৮৯৭ সালের ১৯ই মার্চ ইউটা অঙ্গরাজ্যের বিভারের এক খনির ক্যাম্পে জন্মগ্রহণ করেন।[] তার পিতা ভার্জিল কম্পসন এবং মাতা ম্যারি রাউশার।[] তার পিতা ছিলেন খনির প্রকৌশলী, স্বর্ণ অনুসন্ধানী ও মুদি দোকানের মালিক, এবং তার মা গৃহপরিচারিকা ও হোটেলে কাজ করতেন।[] কম্পসন সল্ট লেক হাই স্কুলে পড়াশোনা করেন।[] তার কিশোর বয়সে তার পিতা মারা যান, এবং তিনি সল্ট লেক সিটিতে একটি থিয়েটারে বেহালাবাদক হিসেবে কাজ পান।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯২৮ সালে তিনি ফার্স্ট ন্যাশনাল পিকচার্সের অংশিক সবাক চলচ্চিত্র দ্য বার্কার-এ অভিনয় করেন। এই চলচ্চিত্রে ক্যারি চরিত্রে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, তবে তিনি ককুট চলচ্চিত্রের জন্য মনোনীত ম্যারি পিকফোর্ডের নিকট হেরে যান।[] একই বছর তিনি নির্বাক কোর্ট-মার্শাল চলচ্চিত্রে কাজ করেন, যা বর্তমানে পাওয়া যায় না। এছাড়া তিনি এই বছর জোসেফ ফন স্টার্নবের্গের বিপুল সমাদৃত দ্য ডকস অব নিউ ইয়র্ক চলচ্চিত্রে একজন যৌনকর্মী চরিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উইলসন, স্কট (২০১৬)। Resting Places: The Burial Sites of More Than 14,000 Famous Persons, 3d ed. (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। পৃষ্ঠা ১৫০। আইএসবিএন 9781476625997। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  2. স্টিফেনসন, উইলিয়াম। "Compson, Betty"Oxford Index। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। জানুয়ারি ১০, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  3. ক্যাচমার, জর্জ এ. (২০০৯)। A Biographical Dictionary of Silent Film Western Actors and Actresses (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। পৃষ্ঠা ৬৯। আইএসবিএন 9781476609058। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  4. "Betty Compson"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 
  5. "The 2nd Academy Awards - 1930"অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]