পেনি ব্ল্যাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পেনি ব্ল্যাক (ইংরেজি: Penny Black) বিশ্বের প্রথম ডাকটিকিট যেটি যুক্তরাজ্যে সর্বপ্রথম চালু হয়। রাণী ভিক্টোরিয়ার ছবি সংবলিত এই ডাকটিকিট চালু হয় ১৮৪০ খ্রিস্টাব্দের ১ মে। তবে অফিসিয়ালি প্রচলন ঘটে ৬ ই মে তারিখে ।

১৮৩৭ খ্রিস্টাব্দে বৃটেনে ডাকমাশুল বেশি ছিল। অনেক জটিলতার জন্য এটি মানুষের কাছে যেমন ব্যয়বহুল তেমনই সময় সাপেক্ষ ছিল। এর সরলীকরণের জন্য স্যার রোল্যান্ড হিল, যাঁকে "Father of postage stamps" নামে অভিহিত করা হয়, উপস্থাপন করেন খাম তথা ইনভেলপের কথা । যাতে অগ্রিম অর্থের বিনিময়ে লাগানো হবে আঁঠাযুক্ত ডাকটিকিট । আর এই ডাকটিকিট হল সেই বিখ্যাত পেনি ব্ল্যাক । [১] এর আগে মানুষকে লম্বা লাইনে দাঁড়াতে হত এবং প্রতিটি চিঠির ক্ষেত্রে অনেক সময় ব্যয় করতে হত। তাছাড়া কাগজের সংখ্যা ও দূরত্ব উপর ভিত্তি করে মাশুল দিতে হত। [১] পেনি ব্ল্যাকে রাণী ভিক্টোরিয়ার ছবিটি উইলিয়াম হুয়োনের আঁকা । এই ডাকটিকিট অবশ্য এক বছর ব্যবহৃত হয়েছিল,কেননা এর উপর লাল রঙের স্বাক্ষর বোঝা যেত না।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Penny Post revolutionary who transformed how we send letters"। BBC। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]