বিয়া নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিয়া নদী
অবস্থান
দেশরাশিয়া
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানটেলিটস্কয় লেক
মোহনা 
 • অবস্থান
ওব নদী
দৈর্ঘ্য৩০১ কিমি (১৮৭ মা)
অববাহিকার আকার৩৭,০০০ কিমি (১৪,০০০ মা)
নিষ্কাশন 
 • গড়৪৭৭ মি/সে (১৬,৮০০ ঘনফুট/সে)

বিয়া নদী ( রুশ: Би́я ) রাশিয়ার আল্টাই প্রজাতন্ত্রের এবং আলতাই ক্রাইের একটি নদী । এটি কাটুন নদীর সাথে মিলিত হওয়ার সময় এটি ওব নদী গঠন করে। বিয়া নদী ৩০১কিমি দীর্ঘ; এর অববাহিকার ক্ষেত্রফল ৩৭,০০০ কিমি 2 । এটি টেলিটস্কয় লেকের বাইরে দিয়ে প্রবাহিত হয়েছে। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের গোড়ার দিকে নদীটি জমে থাকে (নদীর কিছু অংশ বছরের পর বছর জমে থাকে)। এটি এপ্রিলের শুরুতে বা মাঝামাঝি সময়ে ভেঙে যায়। বিয়া নদীর পুরো দৈর্ঘ্যে চলাচল করার উপযোগী। [১]

নদীর সর্বাধিক গভীরতা ২৮ ফুট (৮.৫ মি) ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Biya river Altai"travel-altai.com। ২০১৭-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২৩