শেরবাজ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শেরবাজ খান, বা বাজ খান নামেও পরিচিত ছিলেন, ব্রিটিশ রাজ আমলে ওপনিবেশিক ভারতের পাহাড়ী অঞ্চলের ধুন্দ - আব্বাসি উপজাতির নেতা ছিলেন।

ধুন্দ আব্বাসি হযরত মুহাম্মদ ( সঃ) এর চাচা আব্বাস ( রাঃ) এর চাচা থেকে আগত একটি উপজাতি। শেরবাজ খান ব্রিটিশ ওপনিবেশিক শাসনের বিরুদ্ধে ১৮৫৭ সালের জুলাই মাসে ৩০০ জন লোককে নিয়ে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ব্রিটিশ বন্দোবস্ত আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন - কিন্তু তার পরিকল্পনাটি ব্রিটিশদের কাছে ফাঁস হয়ে যায় এবং তার পরিকল্পনা ব্যর্থ হয় এবং তিনি ব্রিটিশদের হাতে ধরা পড়েন। পরে তাকে বিচার করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল এবং তাকে তোপের সামনে রেখে গুলি করা হয়েছিল। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Murree Rebellion of 1857 GoogleBooks website, Retrieved 2 March 2019