বিষয়বস্তুতে চলুন

জামিল আহমেদ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামিল আহমেদ খান
সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের রাষ্ট্রদূত
উত্তরসূরীআসিফ দুরানী

জামিল আহমেদ খান নভেম্বর ২০১০ থেকে জুন ২০১৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন । [] এর আগে, তিনি এপ্রিল ২০০৯ থেকে নভেম্বর ২০১০ পর্যন্ত লিবিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর একজন প্রাক্তন অধিনায়ক, খান লাহোরের সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর; পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর থেকে ইতিহাসে স্নাতকোত্তর; ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ডি'এডমিনিস্ট্রেশন পাবলিক, প্যারিস থেকে কূটনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা; এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেছেন। কূটনীতিক হিসাবে তিনি জাতিসংঘে এবং পূর্ব তিমুর, ইয়েমেন, সোমালিয়া এবং বোতসোয়ানে দেশ প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "His Excellency Jamil Ahmed Khan, LLB, MA, MSc, LLM"New Westminster College। ২৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৪ 
  2. Hanif, Nadeem (২৬ জুন ২০১৩)। "New Pakistan ambassador to UAE will be chosen within weeks"The National। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৪