জামিল আহমেদ খান
অবয়ব
জামিল আহমেদ খান | |
---|---|
সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের রাষ্ট্রদূত | |
উত্তরসূরী | আসিফ দুরানী |
জামিল আহমেদ খান নভেম্বর ২০১০ থেকে জুন ২০১৩ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন । [১] এর আগে, তিনি এপ্রিল ২০০৯ থেকে নভেম্বর ২০১০ পর্যন্ত লিবিয়ায় পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর একজন প্রাক্তন অধিনায়ক, খান লাহোরের সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর; পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর থেকে ইতিহাসে স্নাতকোত্তর; ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ডি'এডমিনিস্ট্রেশন পাবলিক, প্যারিস থেকে কূটনীতিতে স্নাতকোত্তর ডিপ্লোমা; এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেছেন। কূটনীতিক হিসাবে তিনি জাতিসংঘে এবং পূর্ব তিমুর, ইয়েমেন, সোমালিয়া এবং বোতসোয়ানে দেশ প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "His Excellency Jamil Ahmed Khan, LLB, MA, MSc, LLM"। New Westminster College। ২৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৪।
- ↑ Hanif, Nadeem (২৬ জুন ২০১৩)। "New Pakistan ambassador to UAE will be chosen within weeks"। The National। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৪।