গুয়াদিয়াতো নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সান্তা মারিয়া ত্রাসিয়েরার কাছে গুয়াদিয়াতো নদীর দৃশ্য

গুয়াদিয়াতো নদী (স্পেনীয় ভাষা - río Guadiato) হল দক্ষিণ স্পেনের একটি নদী। গুয়াদালকিবির নদীর ডান পার্শ্বের এই উপনদীটি লম্বায় প্রায় ১৩০ কিলোমিটার। তার উৎস থেরো দে লা কারাভেরুয়েলা পার্বত্যভূমির ঢালে, কর্দোবা প্রদেশের ফুয়েন্তে ওবেখানো পৌর অঞ্চলের অন্তর্গত লা করোনাদা গ্রামটির নিকটে। এই উৎসস্থলটি থুখার নদীর উৎসস্থল থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত। এ নদীর সমগ্র প্রবাহ পথটিই আন্দালুসিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য দিয়েই প্রবাহিত। নদীটি কর্দোবা প্রদেশেরই আলমোদোবার দেল রিও পৌর অঞ্চলের কাছে গুয়াদালকিবির নদীর সাথে মিলিত হয়।[১]

এই নদীর নিম্নগতিতে বেলমেথ শহরের কাছে ১৯৭৪ সালে ২৬ মিটার উঁচু ও ৫১০ মিটার লম্বা একটি বাঁধ নির্মাণ করে একটি জলাধার তৈরি করা হয়। এমবালসে দে সিয়েরা বোইয়েরা নামক এই বাঁধ ও জলাধারটি বর্তমানে জলবিদ্যুৎ উৎপাদন এবং গুয়াদিয়াতো নদী উপত্যকার প্রায় ৪৩৯ বর্গকিলোমিটার এলাকায় সেচের ও জল সরবরাহের কাজে ব্যবহৃত হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. RÍO GUADIATO ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জানুয়ারি ২০২০ তারিখে paisajeyterritorio.es, সংগৃহীত ২৭ জানুয়ারি, ২০২০।
  2. Agua embalsada en Andalucia Embalse.net, সংগৃহীত ২৮ জানুয়ারি, ২০২০।