ময়ূরী চিংড়িবাহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Odontodactylus scyllarus
চিংড়িবাহার
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
উপপর্ব: Crustacea
শ্রেণী: Malacostraca
বর্গ: Stomatopoda
পরিবার: Odontodactylidae
গণ: Odontodactylus
প্রজাতি: O. scyllarus
দ্বিপদী নাম
Odontodactylus scyllarus
(Linnaeus, ১৭৫৮)

পারিভাষিক নাম ময়ূরী চিংড়িবাহার কিংবা ওডোন্‌টুডেক্‌টেলাস সিলিরাস (Odontodactylus scyllarus) বৈজ্ঞানিক নামধারী এ প্রাণীটি পিকক ম্যান্টিস চিংড়ি, হার্লেকুইন ম্যান্টিস চিংড়ি, পেইন্টেড ম্যান্টিস চিংড়ি, ক্লাউন ম্যান্টিস চিংড়ি ইত্যাদি নামেও পরিচিতি। এটি ইন্দোপ্যাসিফিক অঞ্চলের গুয়াম হতে পূর্ব আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এলাকার বৃহত্তর স্থানীয় একটি চিংড়িবাহার প্রজাতি।[১]

লবণাক্ত জলের অ্যাকুরিয়াম কারবারে, এটি এর আকর্ষণীয়তা এবং অন্যদের বিপজ্জনক পতঙ্গ হওয়ার জন্য বিশেষভাবে সমাদৃত হয়।

বিবরণ[সম্পাদনা]

ময়ূরী চিংড়িবাহার বা ময়ূরী বর্ণবাহার একটি অন্যতম বৃহত্তম, অধিক বর্ণিল পরিচিত প্রজাতি। এর নাম চিংড়ি হলেও এটি মুলত চিংড়ি নয় এক প্রকার চিংড়িবাহার। সাধারণত এদের আকার ৩ থেকে ১৮ সেমি (১.২ থেকে ৭.১ ইঞ্চি) পর্যন্ত হয়ে থাকে।[১] কমলা পা ও লিওপার্ডন্যায় দাগবিশিষ্ট সম্মুখভাগওয়ালা চিংড়িবাহার এমনিতে সবুজ বর্ণের হয়ে থাকে।[১]

চক্রাকার মেরুকৃত আলো দেখার ক্ষমতাই এদের নিয়ে গবেষণার জন্য অধিক আগ্রহী ও গবেষণা পরিচালিত করেছে। এ ক্ষমতা রপ্ত করার মাধ্যমে সিডি এবং অনুরূপ অপটিক্যাল তথ্য-স্টোরেজ ডিভাইসগুলি পড়ার জন্য আমাদের বেগ পেতে হবে না।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Roy Caldwell। "Species: Odontodactylus scyllarus"Roy's List of Stomatopods for the Aquarium। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০০৬ 
  2. John Roach (জুন ২৭, ২০১১)। "Shrimp eyes inspire optical tech"MSNBC। জুন ৩০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৮, ২০১১ 
  3. Yi-Jun Jen; Akhlesh Lakhtakia; Ching-Wei Yu; Chia-Feng Lin; Meng-Jie Lin; Shih-Hao Wang; Jyun-Rong Lai (২০১১)। "Biologically inspired achromatic waveplates for visible light"। Nature Communications2: 363। ডিওআই:10.1038/ncomms1358পিএমআইডি 21694711বিবকোড:2011NatCo...2..363J