ল্যাভেন্ডার তেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ল্যাভেন্ডার তেলের একটি কাচের শিশি

ল্যাভেন্ডার তেল হচ্ছে এক প্রকার সুগন্ধি তেলল্যাভেন্ডার একটি বহুল প্রচলিত ও সমাদৃত ফুলের নাম যা থেকে পাওয়া যায় এই সুগন্ধি তেল। এই তেল রূপচর্চা থেকে শুরু করে অনেক কাজেই ব্যবহৃত হয়ে থাকে। ল্যাভেন্ডার ফুল এবং এর তেল হারবাল ও বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহার হয়। বর্তমানে ল্যাভেন্ডার তেলকে স্বাস্থ্য সেবার জন্য ব্যবহার করা হচ্ছে।

উৎপাদন[সম্পাদনা]

খাঁটি ল্যাভেন্ডার তেল বাষ্প পাতন পদ্ধতিতে উৎপাদিত হয়। এটি অন্যান্য পদ্ধতির তুলনায় বেশি পরিমাণে তেল উৎপাদন করা যায়। [১]

ল্যাভেন্ডার তেল বিশ্বজুড়ে উৎপাদিত হয়, তবে বুলগেরিয়া এই শিল্পে নেতৃস্থানীয়। [২]

ব্যবহার[সম্পাদনা]

১|সুগন্ধি হিসেবে ব্যবহার করা যায়। ২|ছাড়পোকা তাড়াতে এর ব্যপক ব্যবহার হয়!

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Masango, Phineas (২০০৫-০৬-০১)। "Cleaner production of essential oils by steam distillation"। Journal of Cleaner Production13 (8): 833–839। আইএসএসএন 0959-6526ডিওআই:10.1016/j.jclepro.2004.02.039  অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. Mihala, Lorelei (২০২০-০৭-৩০)। "Bulgarian lavender: The sweet smell of success"BBC News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩