বৃক্কের ক্যান্সার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বৃক্কের ক্যান্সারের সবচেয়ে সাধারণ ধরনের মাইক্রোগ্রাফ (ক্লিয়ার সেল রেনাল সেল কার্সিনোমা)

বৃক্কের ক্যান্সার, যা কিডনি ক্যান্সার (ইংরেজি: kidney cancer) বা রেনাল ক্যান্সার (ইংরেজি: renal cancer) নামেও পরিচিত হচ্ছে ক্যান্সারের এক ধরনের শ্রেণি যেগুলোর শুরু হয় বৃক্কে[১] এ ধরনের ক্যান্সারের উপসর্গের মধ্যে রয়েছে মূত্রে রক্তর উপস্থিতি, তলপেটের ভেতরে পিণ্ড, বা পিঠের ব্যথা বা ব্যাক পেইন।[২][৩][৪] এগুলো সাথে জ্বর, ওজন কমে যাওয়া, এবং দুর্বলতা অনুভব করার মতো উপসর্গগুলোও দেখা যেতে পারে। এ সংক্রান্ত জটিলতার মধ্যে ক্যান্সার ফুসফুস বা মস্তিষ্কে ছড়িয়ে ক্যান্সার ছড়িয়ে পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।[৫]

রেনাল সেল ক্যান্সার (আরসিসি), ট্রানজিশনাল সেল ক্যান্সার (টিসিসি), এবং উইলম্‌স টিউমার হচ্ছে বৃক্কের ক্যান্সারে প্রধান ও প্রচলিত তিনটি ধরন।[৬] বৃক্কের ক্যান্সারের মধ্যে রেনাল সেল ক্যান্সারের হার প্রায় ৮০% এবং বাকিদের মধ্যে ট্রানজিশনাল সেল ক্যান্সারের পরিমাণ সবচেয়ে বেশি।[৭] আরসিসি ও টিসিসি-এর ঝুঁকি বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে ধূমপান, নির্দষ্ট ব্যথানাশক সেবন করা, পূর্বে মূত্রাশয়ের ক্যান্সার হওয়া, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, নির্দিষ্ট কিছু রাসায়নিক যৌগের সংস্পর্শ, এবং পারিবারিক ইতিহাস।[২][৩] উইলম্‌স টিউমারের ঝুঁকি বৃদ্ধির কারণগুলোর মধ্যে পারিবারিক ইতিহাস ও ডব্লিউএজিআর সিনড্রোমের মতো বংশগত ব্যাধি অন্যতম।[৪] রোগ নির্ণয়ের জন্য উপসর্গের ওপর ভিত্তি করে মূত্র পরীক্ষা এবং মেডিক্যাল ইমেজিংয়ের আশ্রয় নেওয়া হয়। ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট টিস্যুর বায়োপসি করা হয়।

ক্যান্সারের ধাপ[সম্পাদনা]

৪র্থ পর্যায়ের বৃক্কের ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার কোষ শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মেটাস্ট্যাসিস নামে পরিচিত। আর বৃক্কের ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত মেটাস্ট্যাসিসে স্থানগুলোর মধ্যে রয়েছে ফুসফুস, হাড়, মস্তিষ্ক, এবং বৃক্ক থেকে দূরবর্তী লিম্ফ নোডসমূহ।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cancer of the Kidney and Renal Pelvis - Cancer Stat Facts"SEER (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯ 
  2. "Renal Cell Cancer Treatment"National Cancer Institute (ইংরেজি ভাষায়)। ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  3. "Transitional Cell Cancer (Kidney/Ureter) Treatment"National Cancer Institute (ইংরেজি ভাষায়)। ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  4. "Wilms Tumor and Other Childhood Kidney Tumors Treatment"National Cancer Institute (ইংরেজি ভাষায়)। ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  5. Sommers, Marilyn S.; Fannin, Ehriel (২০১৪)। Diseases and Disorders: A Nursing Therapeutics Manual (ইংরেজি ভাষায়)। F.A. Davis। পৃষ্ঠা 657। আইএসবিএন 9780803644878 
  6. "Kidney Cancer"National Cancer Institute (ইংরেজি ভাষায়)। ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  7. Mulders PF, Brouwers AH, Hulsbergen-van der Kaa CA, van Lin EN, Osanto S, de Mulder PH (ফেব্রুয়ারি ২০০৮)। "[Guideline 'Renal cell carcinoma']" (Dutch and Flemish ভাষায়): 376–80। পিএমআইডি 18380384 
  8. "Kidney Cancer (Adult) – Renal Cell Carcinoma" (পিডিএফ)American Cancer Society। ২০১৭-০২-২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।  Last Revised: May 16, 2016

বহিঃসংযোগ[সম্পাদনা]

শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান