মেনিঞ্জোকক্কাল টিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেনিঞ্জোকক্কাল টিকা বলতে Neisseria meningitidis এর সংক্রমণ প্রতিরোধ করতে ব্যবহৃত যে কোনো টিকাকে বোঝায়। [১] বিভিন্ন সংস্করণগুলি নিম্নোক্ত ধরনের মেনিঞ্জোকক্কাসের কয়েকটি বা সবগুলির বিরুদ্ধে কার্যকর: এ, সি, ডাব্লু135 এবং ওয়াই। টিকাগুলি কমপক্ষে দুই বছরের জন্য ৮৫ থেকে ১০০% কার্যকর থাকে।[১] এগুলি যেখানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেখানে এগুলির ফলস্বরূপ জনগণের মধ্যে মেনিঞ্জাইটিস ও সেপসিস হ্রাস পায়।[২][৩] এগুলি একটি পেশীর মধ্যে বা ত্বকের ঠিক নিচে ইঞ্জেকশন দ্বারা দেওয়া হয়।[১]

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে, যে সব দেশে মাঝারি বা উচ্চ হারে রোগ হয় বা ঘন ঘন প্রাদুর্ভাব হয়,সেখানে নিয়মিতভাবে টিকা দেওয়া উচিত।[১][৪] যে সব দেশে রোগের কম ঝুঁকি আছে সেখানে তারা সুপারিশ করে যে উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলিকে টিকা দেওয়া উচিত। আফ্রিকান মেনিঞ্জাইটিস বলয়ে এক থেকে ত্রিশ বছর বয়সের সমস্ত মানুষকে মেনিঞ্জোকক্কাল এ কনজুগেট টিকা দেওয়ার প্রচেষ্টা চলছে।[৪] কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিশোর এবং উচ্চ ঝুঁকিতে থাকা অন্যদের জন্য চার ধরনের মেনিঞ্জোকক্কাসের সবগুলির বিরুদ্ধে কার্যকর টিকা দেওয়ার নিয়মিত পরামর্শ দেওয়া হয়।[১] মক্কা বা হজে ভ্রমণকারী মানুষদের জন্যও এগুলি প্রয়োজনীয়।[১]

সাধারণভাবে নিরাপত্তা ভাল। কিছু মানুষের ইঞ্জেকশনের স্থানে ব্যথা ও লালভাব দেখা দেয়।[১] গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে হয়।[৪] দশ লক্ষ ডোজের মধ্যে একটির কম ক্ষেত্রে তীব্র অ্যালার্জিঘটিত প্রতিক্রিয়া ঘটে।[১]

প্রথম মেনিঞ্জোকক্কাল টিকা উপলব্ধ হয়েছিল ১৯৭০ এর দশকে।[৫] এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অপরিহার্য ওষুধের তালিকা, অর্থাৎ একটি মৌলিক স্বাস্থ্য ব্যবস্থায় প্রয়োজনীয় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ওষুধগুলির তালিকায় আছে।[৬] ২০১৪ সালে প্রতি ডোজের পাইকারী মূল্য ছিল ৩.২৩ ও ১০.৭৭ মার্কিন ডলারের মধ্যে।[৭] মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোর্সের জন্য এটির দাম ১০০ থেকে ২০০ মার্কিন ডলারের মধ্যে।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Meningococcal vaccines: WHO position paper" (পিডিএফ)। নভে ২০১১: 521–540। পিএমআইডি 22128384। ২০১৬-০৩-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. Patel, M; Lee, CK (২৫ জানুয়ারি ২০০৫)। "Polysaccharide vaccines for preventing serogroup A meningococcal meningitis.": CD001093। ডিওআই:10.1002/14651858.CD001093.pub2পিএমআইডি 15674874 
  3. Conterno, LO; Silva Filho, CR (১৯ জুলাই ২০০৬)। "Conjugate vaccines for preventing meningococcal C meningitis and septicaemia.": CD001834। ডিওআই:10.1002/14651858.CD001834.pub2পিএমআইডি 16855979 
  4. "Meningococcal A conjugate vaccine: updated guidance, February 2015." (পিডিএফ)। ২০ ফেব্রু ২০১৫: 57–68। পিএমআইডি 25702330। ২০১৫-১০-১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. Barrett, Alan D.T. (২০১৫)। Vaccinology : an essential guide। পৃষ্ঠা 168। আইএসবিএন 9780470656167 
  6. "World Health Organization model list of essential medicines: 21st list 2019"। World Health Organization। ২০১৯। 
  7. "Vaccine, Meningococcal"International Drug Price Indicator Guide। ১০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৫ 
  8. Hamilton, Richart (২০১৫)। Tarascon Pocket Pharmacopoeia 2015 Deluxe Lab-Coat Edition। Jones & Bartlett Learning। পৃষ্ঠা 315। আইএসবিএন 9781284057560