আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজধানী ঢাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৩২ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

মাত্র দশজন ছাত্রী নিয়ে এর যাত্রা শুরু হয়। তখন এই প্রতিষ্ঠানটির নাম ছিল মুসলিম গার্লস স্কুল। এই মুসলিম স্কুলে সম্ভ্রান্ত এবং রক্ষণশীল পরিবারের মেয়েরা অধ্যয়ন করত। এই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ.ইউ.এম খলিলউল্লাহ প্রতিষ্ঠানটির নামকরণ করেন তার সহধর্মিনী মরহুমা আনোয়ারা বেগমের নামে। সেই সূত্রে এই স্কুলের নামকরণ করা হয় আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়।

পরবর্তীতে ১৯৯০ সনে পুরাতন ঢাকার রক্ষনশীল পরিবারের মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে খলিলউল্লাহ সাহেব স্কুলটিকে মহাবিদ্যালয়ে উন্নীত করেন এবং তখন এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ।

অবস্থান[সম্পাদনা]

এটি পুরান ঢাকার ১৩ নং নাজিমুদ্দিন রোডে জেলখানার ঢালে (পুরাতন কেন্দ্রীয় কারাগার) অবস্থিত।

১ম পুনর্মিলনী[সম্পাদনা]

৮৫ বছর পূর্তি উপলক্ষে ২০১৮ সনের ১৩ই জানুয়ারি এই বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছিল। ১৯৩২ থেকে ২০১৭ সালের সমস্ত প্রাক্তন ছাত্রীদের মিলনমেলায় মুখরিত হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণটি।

তথ্যসূত্র[সম্পাদনা]

আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
২. https://www.facebook.com/1386934098261600/videos/2011777205777283

https://www.facebook.com/AnwaraGirlsSchool/videos/2036977949923875