এরিক রাউটলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এরিক রাউটলি (৩১ অক্টোবর ১৯১৭ - ৮ অক্টোবর ১৯৮২) ইংল্যান্ডের ধর্মসভার একজন পুরোহিত। এছাড়াও তিনি ছিলেন একাধারে সঙ্গীত রচয়িতা এবং সংগীততাত্ত্বিক। তিনি ল্যান্সিং কলেজ এবং অক্সফোর্ডের ম্যাগডালেনম্যান্সফিল্ড কলেজে অধ্যয়ন করেন। তিনি ১৯৪৮ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ম্যানসফিল্ডের যাজক ছিলেন। এরপরে তিনি এডিনবরানিউক্যাসলের মন্ত্রীর নিয়োগ পান। পরে ১৯৭৫-এ তিনি প্রিন্সটন, নিউ জার্সির ওয়েস্টমিনস্টার কয়ার কলেজে গীর্জা সঙ্গীত এর অধ্যাপনার দায়িত্ব পান।

তার প্রকাশনাগুলির মধ্যে রয়েছে কংগ্রেগেশনাল প্রেইস (১৯৫১) এবং দ্য ইউনিভার্সিটি ক্যারল বুক (১৯৬১)।[১] স্তোত্রসংহিতা, গির্জা সঙ্গীত এবং ক্যারোল নিয়ে তিনি সমালোচনামূলক ও ঐতিহাসিক কাজ করেন। তিনি সামিট কয়ার বুক এর ভূমিকা লেখেন এবং শার্পথ্রোন এবং অ্যাবিংডনের মত বেশ কয়েকটি স্তোত্র সুর রচনা করেন। এছাড়াও তিনি স্তোত্রও রচনা করেন যেমন— অল হু লাভ অ্যান্ড সার্ভ ইওর সিটি। তিনি দেয়ার ইন গড'স গার্ডেন স্ট্যান্ডস দ্য ট্রি অব উইসডম এর অনুবাদ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. UNIVERSITY CAROL BOOK, amazon.co.uk

বহিঃসংযোগ[সম্পাদনা]