বিষয়বস্তুতে চলুন

তাতার (চরিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তাতার হল বাংলা সাহিত্যের অন্যতম কাল্পনিক গোয়েন্দা চরিত্র। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এই কিশোর গোয়েন্দাকে নিয়ে কয়েকটি সিরিজ গল্প লিখেছেন।[]

চরিত্র

[সম্পাদনা]

তাতার ও তার দুই বন্ধু শংকু এবং দেবু বিভিন্ন রোমহর্ষক অভিযান করে। তাতারের একটি বিশ্বস্ত কুকুর রয়েছে যার নাম ডগার। তাতার বয়েসে কিশোর হলেও অত্যন্ত বুদ্ধিমান ও দুঃসাহসী। খুনী অপরাধীর কবলে পড়ে, মৃত্যুর মুখ থেকেও সে একাধিকবার ফিরে এসেছে। তাতারদের এই কান্ডকারখানায় সাহায্য করেন পাড়ার পরোপকারী যুবক সেন্টুদা। অনেক সময় অনাথ মেয়ে সোনাই ও তার পোষা বাঁদর মালিনীও তাদের সঙ্গী হয়।

চলচ্চিত্র

[সম্পাদনা]

শ্রীকান্ত গোলুই এর পরিচালনায় বাংলা রহস্য চলচ্চিত্র গোয়েন্দা তাতার ২০১৯ সালের ৪ জানুয়ারী প্রকাশিত হয়। তাতারের ভূমিকায় অভিনয় করেছেন অধিরাজ গঙ্গোপাধ্যায়[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় (২০১২)। চতুর গোয়েন্দা চতুরাভিযান। কলকাতা: আনন্দ পাবলিশার্স। আইএসবিএন ৮১-৭৭৫৬-২৮০-০ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  2. "UNCUT গোয়েন্দা তাতার"Eisamay। ২০১৯-০১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮ 
  3. "বড়দের ছোটবেলা দেখা যাবে 'গোয়েন্দা তাতার'-এ, দেখে নিন ভিডিও" (ইংরেজি ভাষায়)।