মমতাজ সঙ্ঘমিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মমতাজ সঙ্ঘমিতা
বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য
কাজের মেয়াদ
২০১৪ – ২০১৯
পূর্বসূরীসাইদুল হক
উত্তরসূরীএস. এস. আহলুওয়ালিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1946-01-16) ১৬ জানুয়ারি ১৯৪৬ (বয়স ৭৮)
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীনূরে আলম চৌধুরী
সন্তান
জীবিকাডাক্তার
অধ্যাপক
রাজনীতিবিদ

মমতাজ সঙ্ঘমিতা হলেন একজন ভারতীয় ডাক্তার, অধ্যাপক ও রাজনীতিবিদ। তিনি ষোড়শ লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১][২]

জীবনী[সম্পাদনা]

মমতাজ সঙ্ঘমিতা পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার ও পশ্চিমবঙ্গ সরকারের সাবেক আইনমন্ত্রী সৈয়দ আবুল মনসুর হাবিবুল্লাহ এবং শিক্ষাবিদ মাকসুদা খাতুনের সন্তান।[৩] পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ মমতাজ সঙ্ঘমিতা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪]

বর্ধমানের মিউনিসিপাল গার্লস স্কুল ও কলকাতার ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে পড়ার পর তিনি বেথুন কলেজে ভর্তি হন। তিনি এরপর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন ও ১৯৬৮ সালে এমবিবিএস পাস করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিজিও ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমডি (ওটিজি) ডিগ্রি লাভ করেন।[৫] তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য গমন করেছিলেন।

তিনি ১৯৭৫ সালে নূরে আলম চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র কন্যার নাম শাবানা রোজে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Constituencywise-All Candidates"। ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪ 
  2. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬ 
  3. Siddiqui, Kanchan। "Habibulla daughter challenges CPM MP"। The Statesman, 7 March 2014। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪ 
  4. "Lok Sabha Elections 2014 – Know Your Candidates"Dr. Mumtaz Sanghamita। All India Trinamool Congress। ২৫ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪ 
  5. MyNeta link