ডোনাল্ড আগু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোনাল্ড আগু
ব্যক্তিগত তথ্য
জন্ম (১৯৭৫-১২-১২)১২ ডিসেম্বর ১৯৭৫
জন্ম স্থান নাইজেরিয়া
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্ডার
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯২–১৯৯৪ এনুগু রাঙেরস
১৯৯৪–১৯৯৫ এফ কে অবিলিক
১৯৯৫–১৯৯৬ সালের্নিটানা ক্যালসি ১৯১৯
১৯৯৬–১৯৯৮ অগসবুর্গ ক্লাব ৩৭ (২)
১৯৯৮–২০০০ ইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট (০)
২০০০–২০০২ এসএসভি রিটলিংন ৩৫ (০)
২০০২–২০০৫ আবাহনী লিমিটেড
২০০৫–২০০৭ এনুগু রাঙেরস
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ডোনাল্ড আগু একজন অবসরপ্রাপ্ত নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়। তার জন্ম ১৯ ডিসেম্বর ১৯৭৫ সালে। আবাহনী লিমিটেডের হয়ে বাংলাদেশে ফুটবল খেলেন।

পেশা[সম্পাদনা]

তিনি রাঙেরস ইন্টারন্যাশনাল ক্লাবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৪ সালে ইউরোপে খেলা শুরু করেন। ফার্স্ট লীগ অফ সার্বিয়া এন্ড মন্টিনিগ্রোতে এক মৌসুমে তিনি এফ কে ওবিলিচের হয়ে খেলেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সালেনিটান ১৯১৯ এর হয়েও খেলেন।

জার্মানির অগসবুর্গ ক্লাবে ও ছিলেন। [১] ২০০০-২০০২ এসএসভি রিটলিংন ০৫ ও ২. বুন্দেসলিগা ক্লাবের হয়ে খেলেছিলেন। [২] ২০০২ সালের জানুয়ারী মাসে নাইজেরিয়া ফেরার আগে আবাহনী লিমিটেডের হয়ে বাংলাদেশে ফুটবল খেলেন। এবং এনুগু রোভার্স থেকে ক্যারিয়ার শেষ করেন। [৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Donald Agu at footballfacts.ru (রুশ)
  2. "Donald Agu" (German ভাষায়)। fussballdaten.de। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২ 
  3. "Donald Agu"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]