রেনুকা সিনহা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেনুকা সিনহা
কোচবিহারের লোকসভা সদস্য
কাজের মেয়াদ
১৬ মে ২০১৪ – ১৭ আগস্ট ২০১৬
পূর্বসূরীনৃপেন্দ্র নাথ রায়[১]
উত্তরসূরীপার্থপ্রতিম রায়[২]
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪৯-০৩-০৫)৫ মার্চ ১৯৪৯
মৃত্যু১৭ আগস্ট ২০১৬(2016-08-17) (বয়স ৬৭)
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীবলদেব সিনহা
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়

রেনুকা সিনহা (১৯৪৯-২০১৬) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

জীবনী[সম্পাদনা]

রেনুকা সিনহা ১৯৪৯ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[৩]

২০১৪ সালে ভারতীয় লোকসভা নির্বাচনে তাকে কোচবিহার থেকে মনোনয়ন দেয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। নির্বাচনে তিনি দীপক কুমার রায়কে পরাজিত করে বিজয়ী হন।[৪] নির্বাচনে তিনি পেয়েছিলেন ৫,২৬,৪৯৯ ভোট, যা ছিল প্রদত্ত ভোটের ৩৯.৫১%।[৪] তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরোয়ার্ড ব্লকের দীপক কুমার রায় পেয়েছিলেন ৪,৩৯,৩৯৩ ভোট, যা ছিল প্রদত্ত ভোটের ৩২.৯৮%।[৪]

২০১৬ সালের ১৭ আগস্ট তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।[৫] তার মৃত্যুর পর হওয়া উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পার্থপ্রতিম রায় কোচবিহারের লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Constituency Wise Detailed Results" (পিডিএফ)Election Commission of India, General Elections, 2009 (15th Lok Sabha) Section - West Bengal। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৪ 
  2. "West Bengal: TMC scores 3/3, widens victory gap"The Indian Express। ২০১৬-১১-২৩। সংগ্রহের তারিখ ২০১৭-০২-২৬ 
  3. MyNeta link
  4. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014"West Bengal। Election Commission of India। ২৫ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৪ 
  5. ANI (১৮ আগস্ট ২০১৬)। "Lok Sabha MP Renuka Sinha dies, Mamata grieves"Sify। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬