আয়েশা বিনতে খালফান বিন জামিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শেখা আয়েশা বিনতে খালফান জামিল আল-সায়েবিয়া ২০০৩ সালে ওমানের ক্রাফ্ট ইন্ডাস্ট্রিজের পাবলিক অথরিটির সভাপতি নিযুক্ত হন।

প্রারম্ভের জীবন[সম্পাদনা]

খালফান সুমাইয়াইল শহরে জন্মগ্রহণ করেন, তিনি তার পিতা-মাতার ১১ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান। তিনি সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, যেখানে তিনি ১৯৯৫ সালে আর্টস ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

শিক্ষাজীবন শেষ করার পর খালফান শিক্ষক হিসেবে কাজ করেন। মার্চ ২০০৩-এ, ওমানেরর সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ ক্রাফট ইন্ডাস্ট্রি ফর পাবলিক অথরিটির সভাপতি হিসাবে খালফানকে নিয়োগের আদেশ দেন।[১] এই পদটি পোর্টফোলিও ছাড়া মন্ত্রীর পদের সমতুল্য এবং তাই তিনি ওমানের প্রথম মহিলা মন্ত্রী হিসাবে গণ্য হন। এই ডিক্রির মাধ্যমে, একজন মহিলা মন্ত্রী থাকা দেশের মধ্যে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের প্রথম দেশ হয়ে ওঠে ওমান।[২]

খালফান আরব নারী সংগঠন (এডব্লিউও) এর নির্বাহী পরিষদের সদস্য এবং ২০১৬ সালের এডব্লিউও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওমানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিসি যেখানে ২০১৯ সাল পর্যন্ত ওমানকে এডব্লিউএর সভাপতি নির্বাচিত করা হয়।[৩] তিনি নিযওয়া বিশ্ববিদ্যালয়-এর ট্রাস্টি বোর্ডেরও দায়িত্ব পালন করেছেন এবং তিনি ওমানি মহিলা সমিতির কেবিনেট সদস্য।[৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ali, Arif (৫ মার্চ ২০০৩)। "Publicity-Shy Art Teacher Becomes Oman's First Woman Minister"Arab NewsAgence France-Presse। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  2. "Oman appoints first female minister"BBC News। ৪ মার্চ ২০০৩। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  3. "Oman declared president of the Arab Women Organisation"Times of Oman। ১৭ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  4. "Board of Trustees"University of Nizwa। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 
  5. "The Leading Characters"। Omani Women's Association। ১৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭ 

টেমপ্লেট:Authority Control টেমপ্লেট:Oman-bio-stub