খাওলা আরমৌতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খাওলা আরমৌতি একজন জর্ডানের রাজনীতিবিদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রী।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

খাওলা আরমৌতি জর্ডানের আম্মানের ইসলামী বৈজ্ঞানিক কলেজ থেকে স্নাতক পাশ করেন। তিনি জর্ডান বিশ্ববিদ্যালয়-এ সমাজবিজ্ঞানে তার স্নাতক করেছেন। যখন তিনি একজন ছাত্রী ছিলেন, তিনি আম্মানের হেই নাজ্জালের দাতব্য প্রতিষ্ঠানগুলিতে কাজ করার সময় স্বেচ্ছাসেবক ছিলেন। সাহাব জেলায় অবস্থিত আইয়াদি মুদিয়া-এ তিনি জেনারেল ম্যানাজার হিসেবে কাজ করেছেন,যেটি মূলত প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য একটি প্রতিষ্ঠান। তিনি জর্ডানীয় ফিলিস্তিনি ব্রাদারহুড সোসাইটি এবং হায়া সাংস্কৃতিক কেন্দ্রের ট্রাস্টি বোর্ডে রয়েছেন। তিনি জামাসিন দাতব্য ও সাহাব উন্নয়ন সংস্থার মাননীয় সভাপতি। তিনি আরব ছাত্রদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

খাওলা আরমৌতি জর্ডান সরকারের সামাজিক উন্নয়ন মন্ত্রী।[২] প্রধানমন্ত্রী হানি মুলকি-এর প্রথম মন্ত্রিসভায় সামাজিক উন্নয়ন মন্ত্রী নিযুক্ত হন এবং ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালে দ্বিতীয় মন্ত্রিসভায় তাকে রাখা হয়।[৩] সরকারি প্রকল্পগুলিতে তিনি বলেন, সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় উত্পাদনশীল প্রকল্পগুলি রক্ষা করবে যা দারিদ্র্য কমাবে এবং জর্দানে কর্মসংস্থান বৃদ্ধি করবে। তিনি সিরীয় শরণার্থীদের প্রবাহের সাথে মোকাবিলা করতে জর্ডানের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছিলেন।[৪] তিনি পরিষদের সভাপতি প্রিন্স মায়ারের সঙ্গে আপিল এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিষয়গুলির জন্য উচ্চ পরিষদের মধ্যে সম্পর্ক উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেছেন।[৫] তিনি জর্ডান নদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jordan Business Unveils 10 Most Powerful Jordanian Women"jordan-business.net (ইংরেজি ভাষায়)। Jordan Business। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭ 
  2. "Armouti visits Al Hussein Social Foundation for Orphans"Jordan Times। ৫ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭ 
  3. "Mulki's new government sworn in"Jordan Times। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭ 
  4. "Armouti says ministry to support productive projects"Jordan Times। ২৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭ 
  5. "Prince Mired, Armouti urge greater social integration of disabled people"Jordan Times। ১৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭ 
  6. "Partners"jordanriver.jo। Jordan River Foundation। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭