বিষয়বস্তুতে চলুন

মাই হার্ট উইল গো অন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"মাই হার্ট উইল গো অন"
লেট্‌স টক অ্যাবাউট লাভ টাইটানিক: চলচ্চিত্রের সঙ্গীত অ্যালবাম থেকে
সেলিন দিয়োঁ কর্তৃক একক
মুক্তিপ্রাপ্ত৮ ডিসেম্বর ১৯৯৭ (1997-12-08)
বিন্যাস
রেকর্ডকৃত
লেবেল
লেখক
প্রযোজক
সেলিন দিয়োঁ কালক্রম কালক্রম
"দ্য রিজন"
(১৯৯৭)
"মাই হার্ট উইল গো অন"
(১৯৯৭)
"ইমর্টালিটি"
(১৯৯৮)
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "My Heart Will Go On"

"মাই হার্ট উইল গো অন" (ইংরেজি: My Heart Will Go On) হল কানাডীয় গায়িকা সেলিন দিয়োঁর রেকর্ডকৃত একটি গান। এটি জেমস ক্যামেরন পরিচালিত ব্লকবাস্টার চলচ্চিত্র টাইটানিক (১৯৯৭)-এর প্রধান থিম সং হিসেবে পরিবেশিত হয়েছিল। গানটির সুর আয়োজন করেন জেমস হর্নার এবং গীত রচনা করেন উইল জেনিংস[][]

"মাই হার্ট উইল গো অন" গানটি প্রথম অস্ট্রেলিয়া ও জার্মানিতে ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর প্রকাশিত হয় এবং সারা বিশ্বে ১৯৯৮ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়।[] দিয়োঁর পঞ্চম ইংরেজি ভাষার অ্যালবাম লেট্‌স টক অ্যাবাউট লাভ (১৯৯৭)-এর একক এবং টাইটানিক চলচ্চিত্রের সঙ্গীত হিসেবে প্রকাশের পর এই প্রণয়ধর্মী গানটি আন্তর্জাতিক হিট তকমা লাভ করে, এবং বিভিন্ন দেশে শীর্ষ স্থান অধিকার করে, তন্মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, ইতালি, কানাডা, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, ও সুইজারল্যান্ড।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "41st Annual GRAMMY Awards – Record Of The Year"। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৯ 
  2. রবার্টস, ডেভিড (২০০৬)। British Hit Singles & Albums (১৯তম সংস্করণ)। লন্ডন: গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। পৃষ্ঠা ১৩৭। আইএসবিএন 1-904994-10-5 
  3. গ্লাৎজার, জেনা (২০০৫)। Céline Dion: For Keeps। অ্যান্ড্রুজ ম্যাকমিল পাবলিশিং। আইএসবিএন 0-7407-5559-5 

বহিঃসংযোগ

[সম্পাদনা]