সাশা গ্রাবো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাশা গ্রাবো অক্টোবর ২০১৮ তে বাংলাদেশে  ২০০০ কি.মি. মোটর সাইকেল করে ভ্রমণ করেন।

সাশা গ্রাবো (জন্ম ১৫ জানুয়ারি ১৯৬৮)  তিনি একজন জার্মান এডভেঞ্চারার,নন ফিকশন কবি ও চিত্রগ্রাহক। তাকে সবচেয়ে বেশি ভ্রমণকারী ব্যক্তি হিসাবে ধরা হয় যিনি ১৯৮৭ থেকে ২০০৭ সালের মধ্যে পৃথিবীব প্রায় সব দেশ ভ্রমণ সম্পন্ন করেন।.[১][২] তিনি আবসাত্ত এবং হেলিব্রোন এ টেনিসের প্রতি অনুরাগী হন। তিনি পেশাদার ভ্রমণকারী হওয়ার আগে এ টি পি র তাকিলাভুক্ত টেনিস প্লেয়ার ছিলেন। [৩] গ্রাবো একটি ওয়েবসাইট চালান greatestglobetrotters.com,[৪] যাতে ভ্রমণকারীদের নিজের অভিজ্ঞতার বর্ণনা দেওয়ার সুযোগ আছে। গ্রাবো একজন গেট্টি ইমেজ চিত্রগাহক । [৫] তার চিত্রকর্ম জাতিসংঘ ও অন্যান্ন সংগঠনের দ্বারা ব্যবহৃত হয়েছে।

শৈশবকাল[সম্পাদনা]

গ্রবো ওলস্ফবার্গ, লোয়ার শাকজনি তে জন্মগ্রগন করেন।উনার বাবা শিক্ষক ছিলেন এবং ইংরেজি ও ইতিহাস পড়াতেন এবং তার মা ছিলেন এক্রেলিক পেইন্টার। সাশা তার শৈশবকাল ও্যাব্লিজেন ও বেডেন ও্যারিন্তেনবার্গ এ কাটান। তিনি বেলিস্তিন এর আন্তরেগ্রুপেনব্যাচ প্রাথমিক স্কুল ও হার্জো-ক্রিস্টোফ জিমনেশিয়াম হাই স্কুলে লিখাপড়া করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nomad Mania - Master Ranking" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ আগস্ট ২০১৯ তারিখে, Nomadmania. Retrieved 25 September 2017
  2. "The Best Travelled - Master Ranking" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে, TheBestTravelled. Retrieved 25 September 2017
  3. [http://www.atpworldtour.com/players/sascha-grabow/g313/overview/ "ATP Tennis Player Grabow"], ''ATP Tennis Players.'' Retrieved 11 January 2017
  4. [http://www.greatestglobetrotters.com/ "GreatestGlobetrotters.com"], ''World's Greatest Globetrotters.'' Retrieved 15 August 2015
  5. [http://www.gettyimages.de/search/photographer?family=creative&photographer=sascha%20grabow&sort=best&excludenudity=true#license "Getty Photographer Grabow"], ''Getty Images Artist Grabow.'' Retrieved 21 January 2017