উইলিয়াম পাওয়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৩৬ সালে হারেলের তোলা উইলিয়াম পাওয়েলের স্থিরচিত্র

উইলিয়াম হোরাশিও পাওয়েল (ইংরেজি: William Horatio Powell; ২৯ জুলাই ১৮৯২ - ৫ মার্চ ১৯৮৪)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি মেট্রো-গোল্ডউইন-মেয়ারের প্রধান তারকা ছিলেন এবং মির্না লয়ের সাথে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। তন্মধ্যে রয়েছে ড্যাশিয়েল হ্যামেটের সৃষ্ট নিক ও নোরা চার্লস চরিত্র অবলম্বনে থিন ম্যান চলচ্চিত্র ধারাবাহিক। পাওয়েল দ্য থিন ম্যান (১৯৩৪), মাই ম্যান গডফ্রি (১৯৩৬) ও লাইফ উইথ ফাদার (১৯৪৭) চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

পাওয়েল ১৮৯২ সালের ২৯শে জুলাই পেন্সিল্‌ভেনিয়া অঙ্গরাজ্যের পিট্‌সবার্গে জন্মগ্রহণ করেন। তার পিতা হোরাশিও ওয়ারেন পাওয়েল এবং মাতা নেটি ম্যানিলা (জন্মনাম: ব্র্যাডি)। তিনি তার পিতামাতার একমাত্র সন্তান।[২]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

একাডেমি পুরস্কার
নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "William Powell"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ 
  2. "William Powell | American actor"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]