প্রায়-ইতিহাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রায়-ইতিহাস বলতে সেই সময়কে বোঝায় যখনকার লিখিত উপাদান পাওয়া গেছে, কিন্তু তা আজও পড়া যায়নি।[১] এটি প্রাক-ইতিহাস ও ইতিহাস যুগের মধ্যবর্তী সময়কাল। মেহেরগড় সভ্যতা হল একটি প্রায়-ইতিহাস যুগের একটি সভ্যতা। হরপ্পা সভ্যতায় লিপির প্রচলন হয়েছিল কিন্তু, “সিন্ধু লিপি” নামে হরপ্পা সভ্যতার এই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন ঐতিহাসিক তাম্র ব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত কাল পর্বটিকে প্রায় ঐতিহাসিক যুগ চিহ্নিত করেছেন। ১৯৫১ খ্রিস্টাব্দে ক্রিস্টোফার হকার প্রথম বিশ্ব প্রাগৈতিহাসিক সম্মেলনে সভাপতির ভাষনে প্রায় ইতিহাস সম্বন্ধীয় ধারণা প্রকাশ করেন। খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে এক হাজার দুই শত খ্রিস্ট -পূর্বাব্দ পর্যন্ত সময়কাল হল প্রায় ইতিহাস পর্ব। ভারতের ক্ষেত্রে তাম্র ব্রঞ্জ থেকে লৌহ যুগের সূচনা কাল পর্যন্ত সময়কালকে প্রায় ইতিহাস পর্ব হিসাবে বোঝানো হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সত্যসৌরভ জানা, মেহরগড়ঃ হরপ্পা সভ্যতার গ্রামীণ পটভূমি, পৃষ্ঠা ১৯
  2. রাজু শেঠ, ভারতের ইতিহাস ও জাতীয়মুক্তি সংগ্রাম, পৃষ্ঠা ৫