সিঁদুর দান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিঁদুর দান হিন্দু বিবাহের একটি গুরুত্বপূর্ণ পর্ব। সম্প্রদান ও যজ্ঞানুষ্ঠান শেষে এটি সম্পন্ন হয়। সিঁদুর দান পর্বে বর কনের সিঁথিতে সিঁদুর দান করে।

নিয়মানুযায়ী কনেকে, দর্পন বা পয়সা দিয়ে সিঁদুর দান করা হয়। সিঁদুর দানের পর কনের মুখ লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর সেই কাপড় সরিয়ে বরই প্রথম কনের মুখ দেখে। সিঁদুর দিয়ে বিবাহ চিহ্ন পরানো একজন হিন্দু নারীর জীবনে অতি তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এরপর থেকেই স্ত্রী তার স্বামীর জীবিতাবস্থায় সিঁথিতে সিঁদুর পরতে পারে। [১]

বাসি বিয়ে[সম্পাদনা]

সম্প্রদান ও যজ্ঞানুষ্ঠান শেষে কোন কারনে যদি সিঁদুর পরানোর পর্বটি সম্পন্ন না হয়, তাহলে অনেক স্থানে পরদিন বাসি বিয়ে অনুষ্ঠানে কনের সিঁথিতে সিঁদুর পরানো হয়। এটি বাঙ্গালী বিবাহের একটি পুরনো প্রথা।

তথ্যসূত্র[সম্পাদনা]