শুশশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শুশশা
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকভিত্তোরিও দে সিকা
প্রযোজক
  • জুসেপ্পে আমাতো
  • পাওলো উইলিয়াম তাম্বুরেল্লা
রচয়িতা
শ্রেষ্ঠাংশে
  • ফ্রাঙ্কো ইন্তেরলেঙ্গি
  • রিনালদো স্মোরদনি
  • আন্নিয়েলো মেলে
  • ব্রুনো ওরতেঞ্জি
  • এমিলিও চিগোলি
সুরকারআলেসান্দ্রো চিচোইনিনি
চিত্রগ্রাহকআনকিজে ব্রিজ্জি
সম্পাদকনিকোলো লাজ্জারি
পরিবেশকলোপের্ত পিকচার্স করপোরেশন
মুক্তি
  • ২৭ এপ্রিল ১৯৪৬ (1946-04-27)
স্থিতিকাল৯৩ মিনিট
দেশইতালি
ভাষাইতালীয়

শুশশা (ইতালীয়: Sciuscià [ʃuʃˈʃa]) হল ভিত্তোরিও দে সিকা পরিচালিত ১৯৪৬ সালের ইতালীয় নয়াবাস্তববাদী চলচ্চিত্র। ছবিটিকে সে সিকার প্রথম সফল চলচ্চিত্র বলে বিবেচনা করা হয়। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন সের্জিও আমিদেই, আদলফো ফ্রাঙ্কি, চেজারে জুলিও ভায়োলা ও চেজারে জাভাত্তিনি। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ফ্রাঙ্কো ইন্তেরলেঙ্গি, রিনালদো স্মোরদনি ও আন্নিয়েলো মেলে।

শুশশা ইতালির নয়াবাস্তববাদী চলচ্চিত্র আন্দোলনের প্রথম সময়ের চলচ্চিত্র। চলচ্চিত্রটি ১৯৪৮ সালে একাডেমি সম্মানসূচক পুরস্কার লাভ করে, যা বর্তমান শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার শাখার পূর্বরূপ ছিল এবং শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একটি পুরস্কারের মনোনয়ন লাভ করে।

কুশীলব[সম্পাদনা]

  • ফ্রাঙ্কো ইন্তেরলেঙ্গি - পাস্কোয়েল মাজ্জি
  • রিনালদো স্মোরদনি - জুসেপ্পে ফিলিপ্পুচ্চি
  • আন্নিয়েলো মেলে - রাফায়েলে
  • ব্রুনো ওরতেঞ্জি - আরকাঞ্জেলি
  • এমিলিও চিগোলি - স্তাফেরা
  • মারিয়া কাম্পি - গণক

সম্মাননা[সম্পাদনা]

পুরস্কার প্রদানের বছর পুরস্কারের বিভাগ মনোনীত ফলাফল সূত্র
একাডেমি পুরস্কার ১৯৪৮ একাডেমি সম্মানসূচক পুরস্কার শুশশা বিজয়ী [১]
শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য সের্জিও আমিদেই, আদলফো ফ্রাঙ্কি,
চেজারে জুলিও ভায়োলা ও চেজারে জাভাত্তিনি
মনোনীত

অনুপ্রেরণা[সম্পাদনা]

শুশশা ছবিটি থেকে অনুপ্রাণিত হয়ে একই নামের একটি কমিক ধারাবাহিক ১৯৪৯ থেকে ১৯৫৬ সালে প্রকাশিত হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "THE 20th ACADEMY AWARDS 1948" (ইংরেজি ভাষায়)। অস্কার। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮ 
  2. Franco Fossati। "Sciuscià"। Dizionario Illustrato del Fumetto (ইতালীয় ভাষায়)। Mondadori, 1992। পৃষ্ঠা 231–2। আইএসবিএন 8804355441 

বহিঃসংযোগ[সম্পাদনা]