বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Badal Matubbar/খেলাঘর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাসুল সা: একবার এক বেদুইনকে প্রশ্ন করলো, "তুমি কি কখনো উম্ম মিলদাম দ্বারা আক্রান্ত হয়েছো? " উত্তরে লোকটি জিজ্ঞেস করল, "উম্ম মিলদাম কি? " রাসুল সা : বললেন : "এক ধরণের জ্বর যা হাড় ও চামড়ার ভেতর দিয়ে আসে। উত্তরে লোকটি বলল : "না " . রাসুল সা: তাকে পুনরায় জিজ্ঞেস করলেন :"তোমার কি কখনো মাথাব্যথা হয়েছে? " উত্তরে লোকটি জিজ্ঞেস করল : "মাথাব্যথা কি? " উত্তরে রাসুল সা: বললেন:" মাথার স্নায়ুজনিত কারণে সৃষ্ট ব্যাথা।" উত্তরে লোকটি বলল :"না"। লোকটি চলে যাওয়ার পর রাসুল সা: বললেন তোমরা যদি কোন জাহান্নামী লোককে দেখতে চাও তাহলে একে দেখে নাও। [আবু হুরাইরা :নাসাঈ, হিব্বান] . বিশ্বাস করুন মুমিনের জীবনে বিপদাপদ আসবেই। বিপদাপই তার সঙ্গী কিন্তু কারো যদি বিপদাপদ না আসে তাহলে বুঝতে হবে তার সমস্ত প্রতিদান হয়তো এ দুনিয়াতেই আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন। . এক ভাইকে এর আগে সালাম দিয়ে জিজ্ঞেস করেছিলাম, "কেমন আছেন? "উত্তরে বলেছিলেন, "আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু সর্দি লেগেছে। " আমার পাশের ভাই এবার পুনরায় জিজ্ঞেস করলেন, " সর্দি লেগেছে তাহলে ভাল থাকলা কেমনে?? " উত্তরে ভাই বলেছিলেন, "সর্দির কারণে শুধু আমার অসুস্থতা দেখলে চলবে?? এর কারণে যে আমার গুনাহ মাফ হচ্ছে সেটা কে দেখবে!!! . সুবহানআল্লাহ বিশ্বাস করুন মুমিন বান্দাদের আল্লাহ তা আলা খুবই ভালবাসেন এজন্যই সামান্য কাটা বিঁধলেও তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন। বিপদে বা অসুস্থ হলে এই হাদীসটা আমার বারবার স্মরণে আসে, . "মুমিনের ব্যাপারটা সত্যিই আশ্চর্যজনক। যখন সে আল্লাহর নিয়ামত ভোগ করে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে এটা তার জন্য মঙ্গলজনক। আবার যখন সে কোন বিপদে পতিত হয় তখন সে ধৈর্যধারণ করে এটাও তার জন্য মঙ্গলজনক ". [বুখারী, মুসলিম ] . জ্বি হ্যা আল্লাহ তা আলা আপনাকে বিপদে ফেলে অসুস্থ করে আপনাকে পরীক্ষা করবে। মনে রাখবেন আপনি যত বেশী পরীক্ষার সম্মুখীন হবেন আল্লাহ ঠিক তত বেশী আপনাকে ভালবাসেন। তিরমীযি শরীফের একটি হাদিসের সারমর্ম অনেকটা এরুপ, " বান্দা আল্লাহকে জিজ্ঞেস করেন, "হে আল্লাহ সবসময় কেন আমার সাথেই ঘটে " উত্তরে আল্লাহ তা আলা বলেন, "কারণ আমি তোমাকে ভালবাসি। " . ঋতু পরিবর্তন হচ্ছে। আমি সহ অনেক ভাইবোনই হয়তো অসুস্থ। কিন্তু মনে রাখতে হবে একটি স্বর্ণ কেও কিন্তু আগুনের মধ্যেই যাচাই করা হয়। মাঝে মাঝে একটি কথা প্রায় ভাবি মাত্র সাতদিনের কোন অসুখ আমরা সহ্য করতে পারি না। আল্লাহকে অভিযোগ দিতে শুরু করি । অথচ আইয়ুব আ: কত দীর্ঘ দিন ধরেই না অসুস্থ ছিলেন অথচ কত বিনম্রভাবে তার অবস্থা আল্লাহর কাছে জানিয়েছিলেন। . কতই না অপরিসীম ধৈর্যের অধিকারী তিনি ছিলেন। ঠিক এজন্যই আল্লাহ তাদেরকে জমিনের বুকে সর্বশ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন। . বিপদাপদ, দু:খ কষ্ট, অসুখ-বিসুখ আমাদের জীবনের পরীক্ষার এক একটি ধাপ। কিন্তু এর মধ্যেও স্বস্তি রয়েছে। . "নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। " [নাশরাহ :৫-৬]